গরুপাচার কাণ্ডে নাম জড়াল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

0
188
Language

কলকাতা: সীমান্ত দিয়ে গরু পাচার নিয়ে রাজনৈতিক মহলে কম চর্চা, কাদা ছোঁড়াছুড়ি হয়নি। গরুপাচার কাণ্ডে নাম জড়িয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি তথা তৃণমূলের শীর্ষ স্তরের নেতা অনুব্রত মণ্ডলের। এমনকি তাঁকে সিবিআই তলবও করেছে একাধিকবার। এবার গরুপাচার কাণ্ড নাম জোরাল খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা হয়েছে জনস্বার্থ মামলা। যে ঘটনা নিয়েই বর্তমানে রাজনৈতিক মহলে উঠেছে ঝড়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের দপ্তরের অধীনে রয়েছে বিএসএফ ও বিআইএসএফ এর মত কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা গুলি। তাঁরাই সীমান্তে নজর রাখেন অথচ সেই সুরক্ষাবাহিনীর চোখ এড়িয়ে কিভাবে রমরমিয়ে চলছে গরুপাচার তাই নিয়েই উঠেছে একাধিক প্রশ্ন। সীমান্তের সুরক্ষা বজায় রাখার দায়িত্ব রয়েছে কেন্দ্ররে উপর বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রকের উপর। অথচ স্বরাষ্ট্রমন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রীর চোখে ধুলো দিয়ে কিভাবে হচ্ছে গরু পাচার সেই প্রশ্ন তুলেই কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়ে জনস্বার্থ মামলা। জানা গিয়েছে চলতি সপ্তাহতেই এই মামলার শুনানি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হতে পারে যদি সব কিছু সঠিক ভাবে এগোয়।

- Advertisement -

আরও পড়ুন- মন্ত্রীত্ব খোয়াতে পারেন পরেশ অধিকারী, ইঙ্গিতে বোঝালেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য গরুপাচার কান্ডে অনুব্রত মণ্ডল সহ একাধিক তাবড় নেতার নাম জড়িয়েছে। তবে শুধু বাংলা নয় এই চক্রের সন্ধান মিলেছে যোগীরাজ্য উত্তর প্রদেশেও। সম্প্রতি এক গরুপাচার (Cattle Smuggling) চক্রকে পাকড়াও করে ৫ জনকে আটক করেছেন গোয়েন্দারা। জানা গিয়েছে, অভিযুক্তরা বিভিন্ন রাজ্য থেকে গরু আনিয়ে সেগুলি অসম, মেঘালয়, মিজোরাম এমনকী বাংলাদেশেও পাচার করত। তবে যে ব্যক্তি মামলা দায়ের করেছেন শাহের বিরুদ্ধে তার অভিযোগ কেন্দ্রের হাতে সীমান্ত রক্ষার দায়িত্ব থাকেলেও একাধিকবার সতর্ক করা হলেও কেন এই পাচার রোখা যাচ্ছে না। বা কেনি বা সীমান্তে কড়া ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্র সরকার।