Sid-Kiara-র পর বৃহস্পতিবার আরও এক হাই-প্রোফাইল বিয়ের সাক্ষী হতে চলেছে রাজস্থান

0
93

জয়পুর:  সিদ্ধার্থ-কিয়ারার পর মরু শহর রাজস্থান আরেকটি হাই-প্রোফাইল বিয়ের সাক্ষী হতে চলেছে। মঙ্গলবারে রাজস্থানের জয়সলমীরে বসেছিল বলিউডের প্রথম সারির দুই তারকার বিয়ের আসর। তারপরেই এবার কেন্দ্রীয় কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির মেয়েও বিয়ের জায়গা হিসাবে মরুরাজ্যকেই বেছে নিয়েছেন।

স্মৃতি  ইরানির মেয়ে শ্যানেল বৃহস্পতিবার কানাডা-ভিত্তিক আইনজীবী অর্জুন ভাল্লার  সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন। মঙ্গলবার, অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি রাজস্থানের জয়সলমীরে বিলাসবহুল অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছিলেন। সূর্যগড় প্রাসাদে তাদের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এই জুটি গাঁটছড়া বাঁধেন। তবে কেন্দ্রীয় মন্ত্রীর কন্যা যোধপুরের কাছে নাগৌর জেলার বিখ্যাত খিমসার ফোর্টে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন বলেই জানা গিয়েছে। বুধবার থেকেই অনুষ্ঠানস্থল সাজানোর কাজ শুরু হয়েছে। বুধবার ‘মেহেন্দি’ এবং গায়ে হলুদের মতো আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে  বিয়ের কাজ শুরু হয় এবং রাতের অনুষ্ঠান খাওয়াদাওয়ার  সঙ্গে সংগীত ও নৃত্য দিয়ে শেষ হবে বলেই খবর। অর্জুন ভাল্লা এবং শানেল  ২০২১ সালে বাগদান  সেরেছেন।

- Advertisement -

আরও পড়ুন- লালটুকুটুকে বউয়ের সাজ, দেখুন নব দম্পতি Sidharth-Kiara-র নজরকাড়া ছবি

মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রীর স্বামী জুবিন ইরানি এবং বর-কনে অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন। মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য স্মৃতি ইরানি  সংসদে অধিবেশনে যোগ দিতে পারেননি। তিনি বুধবার সকালে যোধপুরে পৌঁছেছেন এবং অনুষ্ঠানে যোগ দিতে সরাসরি সড়কপথে অনুষ্ঠানস্থলে যান। দুর্গ সূত্রে জানা  গিয়েছে ইতিমধ্যেই  অতিথি তালিকা সরবরাহ করা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে মাত্র  ৫০ জন সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সবাই পরিবারের সদস্য এবং খুব কাছের লোক বলেই জানা গিয়েছে। অনাকাঙ্খিত  বিষয়ের উপর নজর রাখতে এবং অতিথিদের গোপনীয়তা নিশ্চিত করতে দুর্গের মধ্যে এবং চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।