মুখ্যমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য, ব্যক্তির বিরুদ্ধে দায়ের মামলা

0
15
Yogi Adityanath

লখনউ: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কেন্দ্র করে গত কয়েকমাস ধরেই চর্চা চলছে। মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকি। সেই ঘটনার পরেই এবার যোগীকে নিশানা করে করা হয়েছে অশালীন মন্তব্য। সেই অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশ দায়ের করেছে মামলা।

সোমবার কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে অশালীন মন্তব্য করার জন্য পুলিশ একজন ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। পুলিশ সুপার (গ্রামীণ) অখিলেশ নারায়ণ বলেছেন যে রাজেশ আলী নামে একজন অভিযোগ দায়ের করেছেন। যিনি তাঁর অভিযোগে বলেছেন, ফিরোজাবাদের হাতওয়ান্ট ব্লকের প্রধান সুরেশ যাদব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন এবং অশালীন ভাষা ব্যবহার করেছে। সেই অভিযোগের ভিত্তিতে জাসরানা থানায় এফআইআর দায়ের করা হয়েছে বলেই পুলিশ সুপার জানিয়েছেন।

- Advertisement -

আরও পড়ুন- রাশিয়ায় গ্রেফতার ভারতীয় শীর্ষ নেতার উপর আক্রমণের পরিকল্পনা করা ISIS আত্মঘাতী বোমা হামলাকারী

পুলিশ জানিয়েছে এই বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে এবং ঘটনা অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত স্বাধীনতা দিবসের আগে যোগীর প্রাণনাশের হুমকি (death threat) দেওয়া চিঠি পাঠানো হয়েছিল। ভারতীয় কিষান মঞ্চের (বিকেএম) জাতীয় সভাপতি এবং পিআইএল কর্মী দেবেন্দ্র তিওয়ারি ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে জীবনের হুমকি দেওয়ার জন্য উত্তরপ্রদেশ পুলিশ শনিবার সালমান সিদ্দিকী নামে এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছিল। এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছিল। তবে যাই হোক পর পর এই সমস্ত ঘটনার পরের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরাল করা হয়েছে।