পাথরবোঝাই লরি থেকেও তোলাবাজি, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

0
37

কলকাতা: গরু পাচারের মামলায় আপাতত সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল৷ এবার আদালতের নজরে সেই অনুব্রতের বীরভূম৷ অভিযোগ, পাথরবোঝাই লরি থেকে বেআইনিভাবে ‘তোলাবাজি’ করা হচ্ছে৷ এমনকি রীতিমতো ভুয়ো সরকারি বিল ছাপিয়ে চলছে এই তোলাবাজির (Extortion) কারবার৷ অভিযোগ, প্রশাসন থেকে শাসকদল, সকলের মদতেই চলছে এই কারবার৷ এই ইস্যুতে দায়ের হওয়া জনস্বার্থ মামলার রায় দিতে গিয়ে চার সপ্তাহের মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট৷ একই সঙ্গে অবিলম্বে তোলাবাজি বন্ধ করার নির্দেশও দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

আদালত সূত্রের খবর, সম্প্রতি এই বিষয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বীরভূমের এক বাসিন্দা। মামলাকারীর অভিযোগ, প্রশাসন এবং শাসকদলের একাংশের মদতে বীরভূমে পাথরবোঝাই লরি থেকে দেদার তোলাবাজি করা হচ্ছে৷ সরকারি নিয়মে প্রতি কিউবিক মিটারে ১৩০ টাকা করে রাজস্ব আদায় করে সরকার। যদিও সেই নিয়মের ধার না ধেরে রীতিমতো ভুয়ো সরকারি বিল ছাপিয়ে বীরভূমের নলহাটি-মুরারই-সহ জেলার একাধিক খাদান এলাকায় তোলা আদায়ের কারবার চলছে৷

- Advertisement -

গুরুতর এই অভিযোগ আদালতে জমা পড়ার পরই নড়েচড়ে বসেন বিচারপতি৷ তিনি দ্রুত এই বিষয়ে তদন্ত করে রাজ্যকে চার সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন৷ একই সঙ্গে অবিলম্বে তোলাবাজি বন্ধ করার নির্দেশও দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে ১ নভেম্বর। সেদিন এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-সহ সমস্ত পক্ষের আইনজীবীদের এজলাসে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি। গরু পাচারের পর এবার অনুব্রতর খাসতালুকে সামনে এল পাথরবোঝাই লরি থেকে তোলা আদায়ের (Extortion) অভিযোগ৷ এক্ষেত্রেও অনুব্রত যোগের সম্ভবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা৷

আরও পড়ুন: অনুব্রতর ভাগ্নে সহ ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নজর সিবিআইয়ের