মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোতেই হিংস্র হয়ে ওঠে আন্দোলন, পুলিশকে লক্ষ্য করে পাথর, ভাঙা হল ব্যারিকেড

গেহলটের অভিযোগ, বিধবাদের রাজনীতির স্বার্থে ব্যবহার করছেন মিনা

0
45
jaipur bjp chaos

খাসডেস্ক: পুলিশের হাতে আটক বিজেপি নেতা কিরোদী লাল মিনা। নেতাকে আটক করার একদিন পর রাজস্থানের জয়পুরে (jaipur) আরেকটি প্রতিবাদে সামিল বিজেপি সমর্থকরা। বিধবাদের রাজনীতির স্বার্থে ব্যবহার করছেন মিনা। অভিযোগ তুলেছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। পুলিশ তাঁকে খুন করার চেষ্টা করছে। পাল্টা অভিযোগ তুলেছেন মিনা।

- Advertisement -

আরও পড়ুন :তেজস্বী যাদবকে CBI তলব, বিজেপিকে কাঠগড়ায় তুলে কি বললেন বিহারের মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী অশোক গেহলটের আবাসনের পথে বিজেপি সমর্থকদের মিছিল এগোতেই হিংস্র হয়ে ওঠে আন্দোলন। ভেঙে দেওয়া হয় পুলিশ ব্যারিকেড, পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়েন উত্তেজিত বিজেপি সমর্থকরা। পাল্টা পুলিশ লাঠি চার্জ করে বলে অভিযোগ। ঠিক এইরকম একটি প্রতিবাদ মিছিল দেখা গেছে সম্প্রতি। যেখানে যোগদান করেছিলেন ২০১৯ সালে পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় নিহত সেনা জওয়ানদের বিধবারা। তাঁরা চাকরির দাবিতে মিছিলে পা মেলান। পরের দিন শহীদ সেনা জওয়ানদের বিধবা স্ত্রীদের রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী শচীন পাইলটের বাড়ির সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ এবং তাঁদের অনেককেই হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনায় রাজস্থান সরকারের তুলোধনা করে বিজেপি এবং অভিযোগ করে এই সরকার তাদের প্রতিশ্রুতি পালনে বার্থ।

আরও পড়ুন :রাস্তায় গড়াচ্ছে আলু, প্রতিবাদ, মিছিলে সরব রাজ্যের তৃতীয় আলু উৎপাদনকারী জেলা

আরও পড়ুন :‘জামাই নির্দোষ। ওকে ফাঁসানো হচ্ছে’, শান্তনুর হয়ে সওয়াল শাশুড়ি মায়ের

ওই দিন জয়পুরে (jaipur) সেনা জওয়ানদের বিধবাদের বিরুদ্ধে পুলিশের ভূমিকা সম্পর্কে শচীন বলেন, বিধবাদের দাবি সংবেদনশীলতার সঙ্গে শোনা উচিৎ। “আজও আমি বিশ্বাস করি যে আমরা রাস্তা তৈরি, বাড়িঘর স্থাপন এবং মূর্তি স্থাপনের মতো দাবিগুলি পূরণ করতে পারি। এই বার্তা যাওয়া উচিত নয় যে আমরা শহীদদের বিধবাদের দাবি শুনতে প্রস্তুত নই। আমরা তাঁদের ইস্যুতে সম্মত হই বা না হই। এটা অন্য বিষয়। তবে তাঁদের দাবি শোনার সময় একজনের উচিৎ তাঁর অহংকে দূরে সরিয়ে রাখা”। প্রসঙ্গত শহীদদের বিধবা স্ত্রীরা গত ২৮ শে ফেব্রুয়ারি থেকে আইন পরিবর্তনের দাবিতে প্রতিবাদ জানাচ্ছেন। যেখানে বলা হচ্ছে শহীদ জওয়ানদের আত্মীয় ও বাচ্চারা চাকরি পাবেন এমন টা নয়। পাশাপাশি তাঁদের গ্রামের রাস্তায় শহীদদের মূর্তি স্থাপনের জন্যও তাঁরা দাবি জানাচ্ছেন।