‘জামাই নির্দোষ। ওকে ফাঁসানো হচ্ছে’, শান্তনুর হয়ে সওয়াল শাশুড়ি মায়ের

0
37
shantanu banerjee

কলকাতা: ‘আমি নির্দোষ’ ইডির হাতে গ্রেফতারের পর এদিনই ব্যাঙ্কশাল আদালতে ঢোকার আগে দাবি করেছিলেন বলাগড়ের তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়৷ কাকতালীয়ভাবে একই দাবি শোনা গেল, নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনুর শাশুড়ি দীপালি গুপ্তের কন্ঠেও৷ এদিন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে দীপালির দাবি, ‘‘ওর পরোপকারী মানুষ খুব কমই আছেন। রাতে বিরেতেও কেউ বিপদে পড়লে ও ছুটে যেত৷’’ নিজের জামাই কতখানি নির্দোষ সেটা বোঝাতে দীপালিদেবীর দাবি, ‘‘এখনও বাজারে ওর কিছু ঋণ আছে’’ অর্থাৎ কোটি কোটি টাকা আত্মসাৎ করে থাকলে বাজারে ঋণ থাকবে কেন!

বস্তুত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে আগেও শান্তনুকে জেরা করেছিলেন তদন্তকারীরা। তল্লাশি চালানো হয়েছিল তার বাড়িতেও। তদন্তকারীদের দাবি, শান্তনুর বাড়ি থেকে উদ্ধার হওয়া ৩০০ চাকরিপ্রার্থীর মধ্যে বেশ কয়েকজন চাকরি পেয়েওছেন৷ এই সংক্রান্ত বিষয়ে বিস্তর অসঙ্গতি থাকায় শান্তনুকে গ্রেফতার করা হয়েছে৷ যদিও এদিন আদালতে ঢোকার সময় নাম না করে হুগলির আরেক তৃণমূল যুবনেতা, বর্তমানে ধৃত কুন্তল ঘোষের প্রসঙ্গ টেনে আনেন শান্তনু৷ তাঁর দাবি, ‘‘জেলের ভিতর থেকে চক্রান্ত করে তাঁকে ফাঁসানো হচ্ছে৷’’

- Advertisement -

একই দাবি শোনা গিয়েছে শাশুড়ির কন্ঠেও৷ তিনি বলেন, ‘‘শান্তনু যেটুকু করেছে, সবটাই নিজের পরিশ্রমে৷ হতে পারে ইর্ষার কারণে কেউ ওকে ফাঁসানোর চেষ্টা করছে৷’’ এই ‘কেউ’টা কে, তা অবশ্য স্পষ্ট করতে চাননি দীপালিদেবী৷ যদিও জিরাটে শান্তনুর বাড়ির প্রতিবেশীরা অবশ্য বলছেন, আচমকাই ফুলে ফেঁপে উঠেছেন শান্তনু৷ বর্তমানে রেস্টুরেন্ট, ধাবা, হোমস্টে, রিসোর্টের ব্যবসাও রয়েছে এই যুব তৃণমূল নেতার৷ বিরোধীদের অভিযোগ, নিয়োগ দুর্নীতির দৌলতেই রাতারাতি ফুলে ফেঁপে উঠেছেন শান্তনু৷ সঠিক তদন্ত হলেই সবটা স্পষ্ট হবে৷

আরও পড়ুন: আদালতের নজরে এবার প্রধান শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি