এই পাহাড়ি গ্রামের নদীর জল খেলেই সেরে যায় অনেক রোগ, গন্তব্যের নাম জানেন

0
48

খাস ডেস্ক: মার্চ মাস পড়তে না পড়তেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। বেলায় রাস্তায় বেরোতেই গরমে হাঁসফাঁস করছে শহরবাসী। এই সময়েই শীতের আমেজ উপভোগ করতে চলে আসুন দার্জিলিংয়ের কাছে এই পাহাড়ি গ্রামে।

আরও পড়ুন: চিনের নয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন লি কিয়াং

- Advertisement -

আজকের গন্তব্য দাওয়াই পানি। জনকোলাহল থেকে দূরে পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম। দার্জিলিংয়ের পাশেই অবস্থিত এই গ্রামে খুব বেশি ভিড় হয় না। জনসংখ্যা সামান্য। বাড়িঘরের সংখ্যা কম। এখানকার মানুষের প্রধান জীবিকাই হল কৃষিকাজ। তবে তাঁদের আতিথেয়তা মনে রাখার মত।

 

আরও পড়ুন: আগামীদিনে কী করবেন শুভমন গিল, তরুণ তারকাকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী গাভাস্কারের

আরও পড়ুন: তেজস্বী যাদবকে CBI তলব, বিজেপিকে কাঠগড়ায় তুলে কি বললেন বিহারের মুখ্যমন্ত্রী

গ্রামবাসীদের কথায়, এই গ্রামের খোলা নদীর জল পান করলে নাকি অনেক রোগ সেরে যায়। তাই এই গ্রামের নাম দাওয়াই পানি। (দাওয়াই অর্থাৎ ওষুধ এবং পানি অর্থাৎ জল)। এখান থেকে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার।

দাওয়াই পানি আসলে ঘুরে আসতে পারেন ঘুম মনেসট্রি। এছাড়াও ঘুরে দেখার জন্য রয়েছে তাকদা, লামাহাটটা, রঙ্গারুন প্রভৃতি।