UP Election: উত্তরপ্রদেশে ইস্তেহার প্রকাশ বিজেপির, ‘লাভ জিহাদ’ নিয়ে নয়া পরিকল্পনা গেরুয়া শিবিরের

আইনে আরও বলা হয়েছে যদি ধর্মান্তরিত ব্যক্তিটি নাবালক হয়, তাহলে দোষী ব্যক্তিকে তিন থেকে ১০ বছরের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা হতে পারে।

0
41

লখনউ: আজ মঙ্গলবার বিজেপি আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনের জন্য তাদের ইস্তেহার প্রকাশ করেছে। যেখানে দেওয়া হয়েছে একাধিক বার্তা। তবে বিশেষ করে নজর কেড়েছে ‘লাভ জিহাদ’ এর নিয়ে কড়া পরিকল্পনা। বিজেপি জানিয়েছে পুনরায় তাঁরা ক্ষমতায় ফিরলে ‘লাভ জিহাদে’ লিপ্ত হওয়ার জন্য দোষী সাব্যস্তদের জন্য জেলের শাস্তি আনবে।

যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ইস্তেহার প্রকাশ করেছেন। যেখানে বলা হয়ে ‘লাভ জিহাদ’-এ দোষী প্রমানিত হলে দোষী সাব্যস্ত ব্যক্তিদের ন্যূনতম ১০ বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করা হবে। জানিয়ে রাখা ভাল লাভ জিহাদ হল একটি শব্দ যা কেউ কেউ একজন মুসলিম পুরুষ এবং হিন্দু মেয়ের মধ্যে আন্তঃধর্মীয় বিবাহকে বোঝাতে ব্যবহার করে।উত্তরপ্রদেশের ক্ষমতাসীন বিজেপি সরকার গত বছর ইউপি প্রোহিবিশন অফ লফুল কনভার্সন অফ রিলিজিয়ন অর্ডিন্যান্স,২০২০ পাশ করেছে৷ ২৮ নভেম্বর কার্যকর হওয়া এই আইনের অধীনে, কাউকে ধর্মান্তরিত করার অপরাধে দোষী সাব্যস্ত হওয়া অপরাধীদের ১-৫ বছরের জেল হবে সঙ্গে সর্বনিম্ন ১৫ হাজার টাকা জরিমানা করা হবে৷

- Advertisement -

আরও পড়ুন- ‘প্রধানমন্ত্রী কি চান যে কেউ দরিদ্রদের সাহায্য না করুক’ Congress-কে আক্রমণের পাল্টা জবাব Priyanka Gandhi-র

আইনে আরও বলা হয়েছে যদি ধর্মান্তরিত ব্যক্তিটি নাবালক হয়, তাহলে দোষী ব্যক্তিকে তিন থেকে ১০ বছরের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা হতে পারে। এই বিষয় নিয়েই এবার কড়া হবে যোগী সরকার যদি বিজেপি ক্ষমতা নিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রকাশ করা ইস্তেহারে উজ্জ্বলা যোজনার আওতায় দুটি বিনামূল্যের এলপিজি সিলিন্ডার (হোলি এবং দীপাবলিতে একটি করে), ৬০ বছরের বেশি বয়সী মহিলাদের জন্য বিনামূল্যে গণপরিবহন ভ্রমণ এবং কলেজ ছাত্রীদের জন্য বিনামূল্যে দ্বি-চাকার গাড়ির দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।