একাধিক কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল, সংসদের শীত অধিবেশনেও ‘ডিসেম্বর’ উত্তাপ

0
38

খাস ডেস্ক: রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত ভোট(Panchayat Election) দু-হাজার তেইশের শুরুর দিকে৷ আর সেই আবহেই নানান দুর্নীতিকে হাতিয়ার করে শাসক দলকে কোণঠাসা করে চলেছে বিরোধীরা৷ বিরোধিতার তালিকায় শীর্ষে পদ্মশিবির (BJP)৷ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডিসেম্বর তত্ত্ব খাড়া করে হুঙ্কার তুলেছেন৷ তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে ডিসেম্বর ঘিরে ঈঙ্গিতপূর্ণ মন্তব্য। এসবের মাঝেই শীত অধিবেশনেও (Parliament Winter Session) উত্তাপ বাংলার সাংসদদের দোষারোপ পর্ব ঘিরে।

আরও পডুন: MLA হিসেবে কেন যোগ্য স্ত্রী রিভাবা, জানালেন জাদেজা

- Advertisement -

শুক্রবার লোকসভায়(Lok Sabha) রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলে একাধিক অভিযোগ পেশ করেছেন হুগলির পদ্ম সাংসদ লকেট চট্টোপাধ্যায়(Locket Chatterjee)। বলেন, কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প নাম বদলে অন্য নামে চলছে পশ্চিমবঙ্গে৷ প্রধানমন্ত্রী আবাস যোজনাকে চালানো হচ্ছে বাংলা আবাস যোজনা নামে৷ অধিবেশনে লকেটের বক্তব্যের মাঝেই কটাক্ষ ছুঁড়েছেন হুগলি শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷


পঞ্চায়েতে জমি ফিরে পেতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরোধিতায় পিছিয়ে নেই বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরীও। শীত অধিবেশনে (Parliament Winter Session) শুক্রবার নদী ভাঙনে বিভিন্ন জেলার দুর্দশার কথা তুলে ধরেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ৷ নদী ভাঙন রুখতে কেন্দ্রীয় বরাদ্দের পরিমান জানতে চান তিনি৷ ভাঙনে মালদহ (Maldah) ওমুর্শিদাবাদের (Murshidabad) বেহাল দশার কথা জানিয়ে দৃষ্টি আকর্ষণও করেছেন তিনি৷

আরও পডুন: গুজরাটে ধ্বংসের মুখে গণতন্ত্র, Saket-এর গ্রেফতারি নিয়ে মন্তব্য অভিষেকের

শুক্রবার শীত অধিবেশনে(Parliament Winter Session) সাংসদ লকেট চট্টোপাধ্যােয়ের বক্তব্য চলাকালীন কটাক্ষের যে সুর তৃণমূল সাংসদদের তরফ থেকে উঠেছিল তা কিন্তু ধরা পড়েনি অধীররঞ্জনের বক্তব্যের মাঝে৷ রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক দিল্লি সফর অনেকটাই বরফ গলিয়েছে হাত ও জোড়াফুল শিবিরে৷

প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর কেলেঙ্কারি ঘিরে টুইটার হ্যান্ডেলে শুক্রবার পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাওড়া আমতার ১ নম্বর ব্লকের ঘটনা তুলে ধরে পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিও আকর্ষণ করতে চেয়েছেন৷ লিখেছেন, বাংলায় সরকারী চিঠিপত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে উল্লেখ করা হয় আবাস প্লাস হিসেবে। পশ্চিমবঙ্গ সরকার প্রধানমন্ত্রী শব্দটা ব্যবহার করতে নারাজ।

সব মিলিয়ে নজরে এখন দু-হাজার বাইশের বর্ষশেষের মাস ডিসেম্বর৷ আর তাকে সামনে রেখেই পশ্চিমবঙ্গের শাসক ও বিরোধী শিবির পরস্পরকে আক্রমণ করে চলেছে৷ যারই প্রভাব পড়ছে সংসদের শীত অধিবেশনেও(Parliament Winter Session)