সরকার গঠনের দাবি জানিয়ে হিমাচলের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ কংগ্রেসের শীর্ষ নেতাদের

0
60

সিমলা: হিমাচলে বিজেপির প্রত্যাবর্তন হয়নি, হয়েছে পরিবর্তন। বিজেপিকে হারিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস। তবে হিমাচলে কংগ্রেস জিতলেও কে হবেন মুখ্যমন্ত্রী তাঁর মুখ ঘোষণা করা হয়নি। এর মধ্যেই রাজ্যে নতুন সরকার গঠনের দাবি জানিয়ে হিমাচলের রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন কংগ্রেস নেতারা।

সূত্র জানিয়েছে, শুক্রবার  ৯ ডিসেম্বর শিমলায় হিমাচল প্রদেশের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করেন কংগ্রেসের শীর্ষ নেতারা। সূত্র অনুসারে জানা গিয়েছে রাজনৈতিক নেতৃত্ববৃন্দ রাজ্যে সরকার গঠনের শক্তি আছে তা দেখানোর জন্য কংগ্রেস বিধায়কদের তালিকা রাজ্যপালের কাছে হস্তান্তর করেছেন হিমাচল প্রদেশ কংগ্রেসের ইনচার্জ রাজীব শুক্লা, দলের পর্যবেক্ষক ভূপেশ বাঘেল এবং বিএস হুডা রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। নতুন সরকার গঠন নিয়ে রাজ্যপালের সঙ্গে তাঁরা কথাও বলেছেন বলেই খবর মিলেছে। এখন অপেক্ষা শুধু হিমাচলে কংগ্রেসের নতুন সরকার গড়ার।

- Advertisement -

আরও পড়ুন- “গুজরাট আমাদের গবেষণাগার”, মোদী রাজ্যে রেকর্ড জয়ের পর নাড্ডার মন্তব্যের কারণ জানুন

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোট গণনার শুরু থেকেই কংগ্রেস এগিয়ে ছিল। মধ্যে একবার বিজেপি এগিয়ে গেলেও সেই ধারা বজায় রাখতে পারেনি। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের পদত্যাগ দিয়েই বিজেপি পরাজয় স্বীকার করে নেয়। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর পদত্যাগ পত জমা দিয়ে বলেছেন, “আমি রাজ্যপালের কাছে আমার পদত্যাগপত্র হস্তান্তর করেছি। জনগণের উন্নয়নে কাজ করা কখনই বন্ধ করব না। আমাদের বিষয়গুলি বিশ্লেষণ করতে হবে। কিছু বিষয় ছিল যা ফলাফলের দিক পরিবর্তন করে।  তাঁরা আমাদের ডাকলে আমি দিল্লি  যাব।” এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল  হিমাচলে ৬৮ আসনের মধ্যে  কংগ্রেস ৪০ টি এবং বিজেপি ২৫ টি আসন দখল করেছে। বাকি তিনটি আসন গিয়েছে নির্দল প্রার্থীদের কাছে। নির্দল তিন জনই বিজেপি ছেড়ে এসে লড়াই করেছিলেন।