গুজরাটে ধ্বংসের মুখে গণতন্ত্র, Saket-এর গ্রেফতারি নিয়ে মন্তব্য অভিষেকের

0
32
Abhishek Banerjee

কলকাতা: গুজরাটের গণতন্ত্র এখনও নড়বড়েই আছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখলের গুজরাটে গ্রেফতারি নিয়ে এবার পদ্ম শিবিরঅকে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। তিনদিনের মধ্যেই দুবার সাকেত গোখলেকে গ্রেফতার করে গুজরাট পুলিশ। বৃহস্পতিবার একটি মেট্রোপলিটন আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ামাত্রই পুলিশ ফের তাঁকে গ্রেফতার করে। মর্বি ব্রিজ সংক্রান্ত একটি ট্যুইট নিয়ে অভিযোগের বিরুদ্ধে তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন ঝালদা পুরসভা নিয়ে ডিভিশন বেঞ্চের দারস্থ কংগ্রেস, মামলা দায়েরের অনুমতি

- Advertisement -

এই প্রসঙ্গেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) শুক্রবার বলেন, গুজরাট পুলিশ সাকেত গোখলেকে দুবার গ্রেফতার করেছে তিনদিন সময়কালের মধ্যেই যখন মডেল অফ কন্ডাক্ট এখনও বহাল আছে’। তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছে, বিজেপির অনুগত হিসেবে কাজ করছে কমিশন। গণতন্ত্র এখনও ধ্বংসের মুখেই রয়েছে’।

আরও পড়ুন আমাকে আলো নিভিয়ে জিততে হয়নি, কাঁথিতে দাঁড়িয়ে শুভেন্দুকে কটাক্ষ চন্দ্রিমার

প্রসঙ্গত, সোমবার রাত ৯টায় নয়াদিল্লি থেকে জয়পুর যাওয়ার ফ্লাইট ধরেন গোখলে। তিনি যখন অবতরণ করেন, তখন গুজরাট পুলিশ রাজস্থানের বিমানবন্দরে তার অপেক্ষায় ছিল এবং তাকে তুলে নেয়। মঙ্গলবার ভোর ২টো নাগাদ, গোখলে তাঁর মাকে ফোন করেছিলেন এবং তাকে বলেছিলেন যে পুলিশ তাকে আহমেদাবাদে নিয়ে যাচ্ছে এবং তিনি দুপুরের মধ্যে সেই শহরে পৌঁছে যাবেন। ডেরেক ও’ব্রায়েনের টুইট থেকে জানা গিয়েছে, অক্টোবরে গুজরাটের মরবি সেতু বিপর্যয় বিজেপি সরকাররে সমালোচনা করেছিলেন। সেই কারণেই সাকেত গোখলের বিরুদ্ধে আহমেদাবাদ থানার সাইবার সেলে অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলার কারণেই তৃণমূল মুখপাত্রকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশ।