দলের ভিতরেই নিরাপদ নয় মহিলারা, অভিযোগ তুলে ইস্তফা রাজ্যের BJP নেত্রীর

0
82
nandigram

খাস ডেস্ক: গেরুয়া শিবিরে ভাঙন! দলের ভিতরেই নারীদের প্রতি অসম্মান এবং অমর্যাদার অভিযোগ তুলে বিজেপি ছাড়লেন তামিলনাড়ুর বিজেপি নেত্রী গায়ত্রী রঘুরাম। সম্প্রতি দল থেকে বহিষ্কার করা হয়েছিল তাঁকে।

আরও পড়ুন: অতিক্রম ৩ হাজার কিমির বেশি পথ, আজ উত্তরপ্রদেশ প্রবেশ করছে কংগ্রেসের ভারত জোড় যাত্রা

- Advertisement -

গত সোমবার টুইটে নিজের সিদ্ধান্ত ঘোষণা করেন গায়ত্রী রঘুরাম। তিনি দাবি করেন, দলে মহিলাদের সমান অধিকার এবং প্রাপ্য মর্যাদা না দেওয়ার কারণে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। আন্নামালাইয়ের নেতৃত্বে মহিলারা সুরক্ষিত নয়। একজন বহিরাগত হিসেবে ট্রোল হওয়ায় বিষয়টি আমি ভালোভাবে বুঝতে পেরেছি। পাশাপাশি, মহিলাদের প্রস্তাব, পরামর্শ বা কোনও কথায় গুরুত্ব দেওয়া হয় না বলেও অভিযোগ এনেছেন তিনি। টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

গায়ত্রী রঘুরাম ছিলেন ছিলেন তামিলনাড়ুর বিজেপির সাংস্কৃতিক শাখার প্রধান। সম্প্রতি রাজ্যের বিজেপি নেতা ত্রিচি সূর্য এবং তাঁর এক মহিলা সহকর্মীর ফোন রেকর্ডিং ভাইরাল হয়। এই ঘটনায় উল্লেখযোগ্যভাবে সরব হয়েছিলেন গায়ত্রী রঘুরাম। এরপরই তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। সেইসময়েও দলের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন তিনি।

আরও পড়ুন: ১৯৭১’এ ভারতের কাছে আত্মসমর্পণের ছবি প্রকাশ্যে এনে পাকিস্তানকে কটাক্ষ তালিবানের