“নীতীশ কুমার ‘শিখণ্ডীর’ মতো,ইতিহাসে স্থান পাবে না তাঁর নাম”, মিত্র বিধায়কের মন্তব্যে তুঙ্গে বিতর্ক

0
32
Nitish Kumar

পাটনা: গত বছর বিহারে বিজেপির সঙ্গ ছেড়ে নতুন সরকার গঠন করেছেন নীতীশ কুমার( Nitish Kumar )। নতুন সরকার গঠনের পর থেকেই বিহারের মুখ্যমন্ত্রী একের পর এক বিতর্কে জড়িয়েছে। তাঁকে নিয়েও করা হয়েছে বহু মন্তব্যও যাকে কেন্দ্র করে আলোচনা কম হয়নি। ভারতের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি। তাঁকে নিয়েই  প্রবীণ RJD নেতা এবং রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী সুধাকর সিং নীতীশ কুমারকে ‘শিখণ্ডী’  বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন।

রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ RJD  হল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জোটসঙ্গী যাদের সঙ্গে মিলেই বিজেপির সঙ্গ ত্যাগ করে সরকার গঠন করেছেন। সেই মিত্রপক্ষ আরজেডি রাজ্য সভাপতি জগদানন্দ সিংয়ের ছেলে সুধাকর সিং , নীতীশ কুমারকে ‘শিখণ্ডী’ (মহাভারতের একটি চরিত্র) এর সঙ্গে তুলনা করেছেন এবং  বলেছেন তাঁর নিজের কোনও অবস্থান নেই। তিনি দাবি করেছিলেন যে নীতীশ কুমারকে অবিলম্বে পদত্যাগ করা উচিত এবং তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদের প্রস্তাব দেওয়া উচিত। RJD নেতা সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, “তিনি একবার পদত্যাগ করলে লোকেরা তাঁকে (নীতীশ) মনে রাখবে না। নীতীশ রাজ্যের জন্য বড় কিছু করেননি। সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত কৃষ্ণা সিনহা এবং কর্পুরী ঠাকুরের মতো মানুষ আছেন,  যাঁদের বিহারের মানুষ সবসময়  তাঁদেরঅবদানের জন্য মনে রাখবে। আমাদের নেতা এবং আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ জির ক্ষেত্রেও একই কথা, যিনি রাজ্যের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু নীতীশ কুমারের নাম ইতিহাসে থাকবে না। তাঁকে কিছুতেই মনে রাখা হবে না। তিনি ‘শিখণ্ডী’র মতো, যার নিজের কোনো অবস্থান নেই।”

- Advertisement -

আরও পড়ুন- অতিক্রম ৩ হাজার কিমির বেশি পথ, আজ উত্তরপ্রদেশ প্রবেশ করছে কংগ্রেসের ভারত জোড় যাত্রা

সুধাকর সিং  ২০২২ সালের অক্টোবরে রাজ্যের কৃষিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন, যখন তিনি নীতীশ কুমারকে অধিদপ্তরের দুর্নীতির বিরুদ্ধে বারবার আক্রোশের মুখে পড়েছিলেন। আরজেডি বিধায়কের বক্তব্য রাজ্যে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই বলেছেন এই ধরনের মন্তব্য তীব্র নিন্দার দাবি রাখে এবং বিজেপি বিরোধীতার ক্ষেত্রে রাজ্যের ‘মহাগঠবন্ধন’ সরকারের সমস্ত জোটের অংশীদারদের ঐক্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তিনি  ইচ্ছাকৃতভাবে মুখ্যমন্ত্রীর ( Nitish Kumar ) বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন বলেই অভিযোগ উঠেছে। প্রবীণ আরজেডি নেতা শিবানন্দ তিওয়ারি তার দলের সহকর্মীর মন্তব্যের তীব্র নিন্দা করেছেন।