৩ দিনের ভারত সফরে ভুটানের রাজা, দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে করবেন মোদীর সঙ্গে বৈঠক

0
60
Bhutan King Jigme Wangchuk

নয়াদিল্লি: চলতি বছরের শুরু থেকেই বিশ্বের বহু নেতাই ভারত সফরে আসছেন। দ্বিপাক্ষিক সফরের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে করছেন গুরুত্বপূর্ণ বৈঠক। আজ থেকেই ৩  দিনের জন্য ভারত সফর শুরু করতে  চলেছেন ভুটানের রাজা জিগমে ওয়াংচুক (Bhutan King Jigme Wangchuk )।

এই সফর দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারত দীর্ঘদিন ধরে ভুটানের শীর্ষ ব্যবসায়িক অংশীদার। এছাড়াও ভুটানের রাজার সফরের সময় উভয় পক্ষই দুই দেশের মধ্যে  দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করবে এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাবে। ভুটানের রাজার সঙ্গে থাকবেন ভুটানের বিদেশমন্ত্রী ডাঃ তান্ডি দরজি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এমনটাই জানানো হয়েছে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে। জানিয়ে রাখা ভাল, দুই দেশের বিশেষ বন্ধুত্ব ও সহযোগিতা রয়েছে যা পারস্পরিক বিশ্বাস এবং বোঝাপড়ার দ্বারা সংজ্ঞায়িত করা হয়। বলা বাহুল্য যে, রাজা জিগমে ওয়াংচুকের সফর ভারত ও ভুটান উভয়কেই দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পূর্ণ পরিসরের মূল্যায়ন করার সুযোগ দেবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে ভুটান রাজার এই সফর।

- Advertisement -

আরও পড়ুন: সরকারি হাসপাতালের প্রসূতি ওয়ার্ড থেকে নবজাতককে মুখে নিয়ে দৌড় কুকুরের, কামড়ে মৃত্যু একরত্তির

দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চ-পর্যায়ের তথ্য আদান-প্রদানের দীর্ঘস্থায়ী ঐতিহ্যকে সামনে রেখে ভুটানের রাজা(Bhutan King Jigme Wangchuk ) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ করবেন। ১৯৬০-এর দশকের গোড়ার দিকে ভুটান যখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করেছিল তখন থেকেই ভারত ভুটানের আর্থ-সামাজিক উন্নয়নে অর্থনৈতিক সহায়তা প্রসারিত করে আসছে। ১২ তম পঞ্চবার্ষিক পরিকল্পনার জন্য, ভারত ভুটানকে  ৪,৫০০কোটি দিয়ে বিভিন্ন বহু-ক্ষেত্রীয় প্রকল্প-আবদ্ধ সহায়তা, ছোট উন্নয়ন প্রকল্পের জন্য সাহায্য করেছে।  ২০২১ সালের নভেম্বরে, ভারত সরকার ভারতের  সঙ্গে  ভুটানের দ্বিপাক্ষিক এবং ট্রানজিট বাণিজ্যের জন্য সাতটি নতুন বাণিজ্য রুট খোলার আনুষ্ঠানিক ঘোষণা করে।  ভুটান থেকে ভারতে ১২টি কৃষি পণ্যের আনুষ্ঠানিক রপ্তানির অনুমতি দেওয়ার জন্য নতুন বাজারে প্রবেশাধিকার প্রদান করা হয়।