এপ্রিলে মাত্র ১৫ দিন খোলা থাকবে ব্যাঙ্ক, জানুন ছুটির তালিকা 

0
70

খাস ডেস্ক: দেখতে দেখতে আরও একটা বছরের পার হতে চলল। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের পর এবার এপ্রিল (April) মাস শুরু হবে। তবে এপ্রিল (April) কয়দিন ব্যাঙ্ক ছুটি থাকবে? জেনে নিন ছুটির তালিকা লিস্ট।

যদিও এখন ব্যাঙ্কের অনেক কাজই ডিজিটাল উপায় সম্পন্ন হয়ে যায়। তবে অনেকেই ডিজিটাল পথ এড়িয়ে ব্যাঙ্কে গিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু দরকারি কাজ ব্যাঙ্কে গিয়ে করতে হয়। সেই কারণেই আগেভাগে ব্যাঙ্কের ছুটির তালিকা দেখে নিয়ে আপনি খুব সহজেই নিজেদের দরকারি কাজ গুলি মিটিয়ে নিতে পারবেন।

- Advertisement -

আরও পড়ুন-Weather update: হালকা বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গে, সামান্য বাড়বে তাপমাত্রা, জানুন আবহাওয়ার পূর্বাভাস

জানা গিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই এপ্রিল (April) মাসের সম্পূর্ণ ছুটির তালিকা প্রকাশ করেছে। এই মাসে ৩০ দিনের মধ্যে মোট ১৫ দিন বন্ধ থাকবে। যার মধ্যে ৬ দিন সাপ্তাহিক ছুটিও রয়েছে। তাহলে এক নজরে দেখে নিন ছুটির তালিকা…

২০২৩ সালের এপ্রিল (April) মাসে এই দিন গুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে……

১ এপ্রিল (April), ২০২৩: ব্যাঙ্কগুলির বার্ষিক ক্লোজিং হবে৷ আইজল, শিলং, সিমলা এবং চণ্ডীগড় বাদে সারা দেশের ব্যাঙ্কগুলি সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে।

২ এপ্রিল (April), ২০২৩: রবিবার, সাপ্তাহিক ছুটি।

৪ এপ্রিল (April), ২০২৩: মহাবীর জয়ন্তীর কারণে আহমেদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চণ্ডীগড়, চেন্নাই, জয়পুর, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বা, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর এবং রাঁচিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে৷

৫ এপ্রিল (April), ২০২৩:  বাবু জগজীবন রামের জন্মবার্ষিকী। হায়দরাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৭ এপ্রিল (April), ২০২৩: গুড ফ্রাইডের কারণে, আগরতলা, আহমেদাবাদ, গুয়াহাটি, জয়পুর, জম্মু, সিমলা এবং শ্রীনগর ছাড়া সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

৮ এপ্রিল (April), ২০২৩: মাসের দ্বিতীয় শনিবার অর্থাৎ সাপ্তাহিক ছুটির কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৯ এপ্রিল (April), ২০২৩: রবিবার সাপ্তাহিক ছুটির কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৪ এপ্রিল (April), ২০২৩: বাবাসাহেব আম্বেদকর জয়ন্তীতে আইজল, ভোপাল, নতুন দিল্লি, রায়পুর, শিলং এবং সিমলা ছাড়া সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

১৫ এপ্রিল (April), ২০২৩: বিশু, বোহাগ বিহু, হিমাচল দিবস, বাংলা নববর্ষের কারণে আগরতলা, গুয়াহাটি, কোচি, কলকাতা, সিমলা এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

১৬ এপ্রিল (April), ২০২৩: রবিবার সাপ্তাহিক ছুটির কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৮ এপ্রিল (April), ২০২৩: শব-ই-কদরের কারণে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

২১ এপ্রিল (April), ২০২৩: ঈদ-উল-ফিতরের কারণে আগরতলা, জম্মু, কোচি, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

২২ এপ্রিল (April), ২০২৩: ঈদের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৩ এপ্রিল (April), ২০২৩: রবিবার সাপ্তাহিক ছুটির কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৩০ এপ্রিল (April), ২০২৩: রবিবার সাপ্তাহিক ছুটির কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।