Weather update: হালকা বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গে, সামান্য বাড়বে তাপমাত্রা, জানুন আবহাওয়ার পূর্বাভাস

0
97
weather update

খাস ডেস্ক: অবশেষে বহু প্রতীক্ষার অবসান! আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করেই বঙ্গ জুড়ে নেমেছে বৃষ্টি। টানা বৃষ্টির দাপটে বঙ্গে অনেকটাই কমেছে তাপমাত্রা। যদিও এখনই বৃষ্টির হাত থেকে মিলবে না রেহাই, অর্থাৎ সপ্তাহান্তে ফের রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে যদিও আগামী ২ দিন অর্থাৎ, শুক্র আর শনিবার সামান্য কমবে বৃষ্টি। পাশাপাশি সামান্য বাড়বে তাপমাত্রা। জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস…..

আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং পার্শ্ববর্তী কচ্ছ থেকে বাংলাদেশের দিকে একটি নিম্নচাপ ছিল, সেটি এখন দুর্বল হয়ে পড়েছে। কিন্তু আবার নতুন করে আর একটি অক্ষরেখা তৈরি হয়েছে, যার অবস্থান নেপাল থেকে বিহার পর্যন্ত। আর সেই কারণে পশ্চিমবঙ্গের সব জেলাতেই সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি চলবে। যদিও, শুক্র আর শনিবার সামান্য কমবে বৃষ্টি।

- Advertisement -

আরও পড়ুন-Horoscope: শুক্রবারে বিরল যোগে আসবে টাকা, জানুন রাশিফল

অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। হওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও বৃষ্টি হবে হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

আজ, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ভারতের উত্তর-পূর্বে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর-পূর্বের একাধিক রাজ্যে কমলা সতর্কতা জারি করেছে হওয়া অফিস। পাশাপাশি আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে।