অসমের মুখ্যমন্ত্রীকে খালিস্তানপন্থী সংগঠনের হুমকি, হাই অ্যালার্ট জারি পুলিশের

0
34

খাস ডেস্ক: খালিস্তানি নেতা অমৃতপাল সিং(Amritpal Singh)-কে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। চলছে অভিযান এই জঙ্গি নেতাকে নিয়ে দেশজুড়ে চর্চার মধ্যেই । অমৃতপাল সিং-এর ঘনিষ্ঠ বহু জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের রাখা হয়েছে অসমের জেলে। সেই ঘটনার মধ্যেই এবার খালিস্তানি সংগঠনের কাছ থেকে হুমকি পেয়েছেন অসমের মুখ্যমন্ত্রী  হিমন্ত বিশ্বশর্মা। জন খালিস্তানিপন্থী নেতা একটি অডিও ক্লিপের মাধ্যমে হুমকি দিয়েছে।

মুখ্যমন্ত্রীর কাছে হুমকির পরের আসাম পুলিশকে হাই অ্যালার্ট জারি করার কথা বলা হয়েছে।  সমস্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে এবং রাজ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে।  অডিও ক্লিপে ওই ব্যক্তি নিজেকে শিখস ফর জাস্টিসের প্রধান গুরপতবন্ত সিং পান্নুন বলে দাবি করেছেন। খালিস্তানপন্থী নেতার অভিযোগ করে বলেছেন, “এই বার্তাটি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার জন্য। আপনার সরকার  অসমের খালিস্তানপন্থী শিখদের হয়রানি ও নির্যাতন করছে। এবং যারা জেলে আছে তাদেরও নির্যাতন করছে। মনোযোগ দিয়ে শুনুন  মুখ্যমন্ত্রী শর্মা, লড়াইটি খালিস্তানপন্থী শিখ এবং ভারতীয় শাসনের মধ্যে।  শর্মা আপনি এই হিংসার শরিক হবেন না, শিকার হবেন না।”

- Advertisement -

আরও পড়ুন: সরকারি হাসপাতালের প্রসূতি ওয়ার্ড থেকে নবজাতককে মুখে নিয়ে দৌড় কুকুরের, কামড়ে মৃত্যু একরত্তির

খালিস্তানি নেতা অডিও ক্লিপে আরও বলেছেন, “আমরা খালিস্তান গণভোটের শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পাঞ্জাবকে ভারতীয় দখলদারিত্ব থেকে মুক্ত করতে চাই। শর্মা, যদি আপনার সরকার শিখদের অত্যাচার ও হয়রানি করতে চলেছে তবে আপনাকে জবাবদিহি করতে হবে।” উল্লেখ্য,  অমৃতপাল সিং ১৮ মার্চ থেকে পলাতক। অভিযানে নেমে পুলিশ অমৃতপালের বেশ কয়েকজন সহযোগীকে গ্রেফতার করেছে এবং অসমের  ডিব্রুগড়ে নিয়ে গিয়েছে।