সিএএ নিয়ে অমিত শাহকে পালটা চ্যালেঞ্জ আসাদুদ্দিনের

0
127

চেন্নাই: সংশোধিত নাগরিকত্ব আইন, নাগরিকপঞ্জি এবং জনসংখ্যাপঞ্জি নিয়ে বজায় রয়েছে বিতর্ক। এরই মাঝে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পারস্পরিক আক্রমণে জমে উঠেছে বিতর্ক। সংশোধিত নাগরিকত্ব আইনের বিষয়ে বিরোধী শিবিরকে বিতর্কে সামিল হওয়ার চ্যালেঞ্জ জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিন দুই পরে তাঁকেই পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মিম নেতা আসাদুদ্দিন ওয়াইসি।

বুধবার দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুতে এক সভায় হাজির ছিলেন হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। মাদুরাইতে আয়োজিত সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে আসাদুদ্দিন সাফ জানিয়ে দেন যে, তিনি অমিত শাহের সঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিতর্কে অংশ নিতে প্রস্তুত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে হায়দরাবাদের সাংসদ বলেন, “সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে অমিত শাহ বিতর্কে অংশ নেওয়ার আবেদন জানিয়েছেন। তিনি কি আমার সঙ্গে বিতর্কে যেতে রাজি আছেন?”

- Advertisement -

তামিলনাড়ুর শাসকদল এআইডিএমকে কেন্দ্রের এই আইনের বিষয়ে বিরুদ্ধাচারণ করেনি। ওই সরকারকেও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সরব হওয়া উচিত বলে দাবি করেছেন আসাদুদ্দিন। তাঁর কথায়, “তামিলনাড়ুর এআইডিএমকে পরিচালিত সরকারের উচিত এই আইনের বিরোধিতা করা। নাগরিকপঞ্জি এবং জনসংখ্যাপঞ্জি মুসলিম সমাজের পরিপন্থী।” সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে লড়াইতে তিনি সর্বদা পাশে থাকবেন বলে জানিয়েছেন মিম প্রধান ওয়াইসি।

গত মঙ্গলবার উত্তরপ্রদেশের রাজধানী শহর লখনউতে এক দলীয় সভায় হাজির ছিলেন অমিত শাহ। সেখানেই তিনি সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদের জন্য বিরোধীদের তীব্র সমালোচনা করেন। নতুন ওই আইন নিয়ে বিরোধীরা গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এই অবস্থায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিতর্কে অংশ নেওয়ার চ্যালেঞ্জ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। উল্লিখিত নেতানেত্রীরা এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া না দিলেও, অমিত শাহকে পালটা চ্যালেঞ্জ দিয়েছেন আসাদুদ্দিন ওয়াইসি। যদিও তাঁর নাম শোনা যায়নি মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে।