আদানি নিয়ে বিরোধীদের কেন্দ্রকে খোঁচা, পাল্টা জবাব দিলেন শাহ

0
18
Amit Shah

নয়াদিল্লি: আদানি ইস্যু নিয়ে বারবার কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ হেনেছে বিরোধীরা। সংসদের মধ্যেও আদানি ইস্যু নিয়ে মোদী সরকারকে চাপে ফেলতে পিছপা হননি বিরোধী নেতারা। তবে অবশেষে এই আদানি-হিন্ডেনবার্গ ইস্যু নিয়ে স্পষ্ট বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। একটি সংবাদ সংস্থায় দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট জানালেন শাহ, বিজেপির এতে ভয় পাওয়ার মতো কিছু নেই।

আরও পড়ুন শেষ বেলার প্রচারে ব্রাত্য, ক্ষমতায় এলে বাংলার উন্নয়নের আঁচ পড়বে ত্রিপুরাতেও, প্রতিশ্রুতি তৃণমূল নেতার

- Advertisement -

অমিত শাহ(Amit Shah) জানিয়েছেন, ‘বিষয়টি সুপ্রিম কোর্ট দেখছে। তাই মন্ত্রী হিসেবে এই বিষয়টি নিয়ে আমার মন্তব্য করা উচিত নয়। কিন্তু বিজেপির এই নিয়ে কিছু গোপন করার বা ভয় পাওয়ার মতো বিষয় নেই।’ এই সংবাদ সংস্থায় দেওয়া সাক্ষাৎকারে উঠে এসেছে লোকসভায় রাহুল গান্ধীর করা মন্তব্যের প্রসঙ্গও। আদানি ইস্যুতে কেন্দ্র ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আক্রমণাত্মক মন্তব্য করেন রাহুল গান্ধী। সেই প্রসঙ্গে শাহ বলেন, ‘রাহুল গান্ধী কি বলবেন, তা পুরোটাই তাঁর কিংবা তাঁর ভাষণ যিনি লিখে দেন, তাঁদের ব্যাপার’। তিনি আরও বলেন, ‘এমন কোনও প্রশ্নই ওঠে না। এখনও পর্যন্ত বিজেপির বিরুদ্ধে এমন কোনও অভিযোগ কেউ তুলতে পারেনি। কংগ্রেসে জমানায় ১২ লক্ষ কোটির কেলেঙ্কারি হয়েছিল’।

আরও পড়ুন বাবা-মা ভালবাসে না’, শিশু মনের অন্দরে উঁকি দিয়ে স্তম্ভিত শিক্ষকেরা

উল্লেখ্য, বিরোধী দলের বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে, দাবি করেছে শাসকদল বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলিকে দখল করে নিচ্ছে। তবে এই অভিযোগের পরিপ্রেক্ষিতেও শাহ(Amit Shah) পাল্টা উত্তর দিয়ে বলেছেন, এমন কোনও অভিযোগ থাকলে বিরোধীরা আদালতে যেতে পারেন। ‘আদালত আমাদের দখলে নেই’ এমন মন্তব্যও করেছেন তিনি। শুধু কংগ্রেসই নয়, অন্যান্য বিরোধী দলগুলিও কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে। এমনকি প্রশ্ন তোলা হয়েছে LIC ও বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আদানিতে লগ্নি করা নিয়ে। তবে এবার বিরোধীদের এই আক্রমণকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন অমিত শাহ।