বার্ষিক অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে সংবেদনশীল এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি CRPF-র

0
65

দেরাদুন: আর মাত্র অপেক্ষা কয়েকদিনের। করোনা ভয় কাটিয়ে দু বছর পর শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। যা নিয়ে তীর্থযাত্রীদের মধ্যে এখন থেকেই শুরু হয়েছে এক আলাদা অনুভূতি। বার্ষিক এই তীর্থযাত্রার শুরুর আগে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে অনরনাথ যাত্রার পথকে। অনেক সময় সন্ত্রাসবাদীরা এই যাত্রাকেই নিশানা করে সেই কারণে আগাম সতর্কতা হিসাবে একাধিকবার সেনা পর্যায়ে বৈঠক হয়েছে। তারপরেই সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) মঙ্গলবার নিশ্চিত করেছে যে অমরনাথ যাত্রার সময় তীর্থযাত্রীরা যেখানে থাকবেন সেখানে সংবেদনশীল এলাকা এবং স্থানগুলিতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

বার্ষিক এই তীর্থযাত্রা সুরক্ষিতভাবে সম্পন্ন করা জম্মু-কাশ্মীর প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জের। কেবল অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাই নয় সেই সঙ্গেই CRPF জনসাধারণ এবং সমস্ত নিরাপত্তা কর্মীদের অমরনাথ যাত্রা জুড়ে সতর্ক থাকতে বলেছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় CRPF-এর ডিআইজি রাজেন্দ্র প্রসাদ জানিয়েছেন, “অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে। আমরা একটি রূপরেখা তৈরি করেছি, প্রধান সংবেদনশীল এলাকায় ইতিমধ্যেই সেনা মোতায়েন করা হয়েছে। তীর্থযাত্রীরা যেখানে থাকবেন সেখানে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনও বিরোধী সামাজিক উপাদান সময়মত ধরা যেতে পারে।” তারপরেই তিনি বলেছেন, “আমি জনসাধারণকে সতর্ক থাকার জন্যও অনুরোধ করছি এবং নিরাপত্তা কর্মীদের যদি তারা কোন অসামাজিক উপাদান দেখতে পায় বা এটি সম্পর্কে জানতে পারে তবে আমরা সময়মত ব্যবস্থা নেব।”

- Advertisement -

আরও পড়ুন: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তই আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের চোখে আনল জল

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, গত কয়েকমাস ধারে উপত্যকায় কাশ্মীরি হিন্দুদের লক্ষ্যকরে সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা করা হয়েছে বলেই জানিয়েছেন সুরক্ষাকর্তারা। গত সপ্তাহে, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা রাজভবনে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে অমরনাথ যাত্রার প্রস্তুতি পর্যালোচনা করেছেন। তিনি বলেছেন, তীর্থযাত্রীদের জন্য সমস্ত রকম সুবিধা নিশ্চিত করা প্রশাসনের অগ্রাধিকার। বৈঠকে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের (এসএএসবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি অমরনাথ যাত্রা সংক্রান্ত সমস্ত কাজ শেষ করার জন্য ১৫ জুন সময়সীমা নির্ধারণ করেছেন এবং অনন্তনাগ এবং গান্ডারবালের নির্দিষ্ট কাজগুলি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করার জন্য কর্মকর্তাদের আরও নির্দেশ দিয়েছেন। পানীয় জল, তীর্থযাত্রীদের চলাচল, সমস্ত রুটে রেডিও-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) ট্র্যাকিং, লঙ্গর স্টল, টাট্টু চলাচল এবং হেলিকপ্টার পরিষেবা সহ বিভিন্ন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও বিশদ আলোচনা হয়েছে।

আরও পড়ুন: ফের চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন, খোঁজ মিলল আরও সংক্রামক সাব ভ্যারিয়েন্টের

প্রসঙ্গত, আগামী ৩০ জুন থেকে পাহলগাম এবং বালতাল উভয় রাস্তা থেকে শুরু হবে বার্ষিক অমরনাথ যাত্রা। ১১ আগস্ট রাখি পূর্ণিমার দিনে শেষ হবে পুণ্যযাত্রা। ১৩ বছরের কম বা ৭৫ বছরের বেশি বয়সী ব্যক্তিরা অমরনাথ যাত্রায় অংশ নিতে পারবেন না বলেই জানানো হয়েছে। বোর্ড চলতি বছর গড়ে তিন লাখেরও বেশি তীর্থযাত্রীর পদযাত্রার আশা করছে। তীর্থযাত্রীদের জন্য বীমা এবারে ৩ লক্ষ থেকে বেড়ে ৫ লক্ষ হয়েছে। চলতি বছরের অমরনাথ যাত্রার জন্য জম্মু-কাশ্মীরের নিরাপত্তা জোরদার করা হচ্ছে।