অবিলম্বে কর্মচারীদের বকেয়া DA মেটাতে হবে, নয়তো আন্দোলনে নামার হুঁশিয়ারি

0
91
D A

কলকাতা: কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে ডিএ(DA) নিয়ে একটি বড়সড় রায় দেওয়া হয়েছে। আর সেখানেই বলা হয়েছিল বকেয়া ডিএ(DA) মিটিয়ে দিতে হবে। এরপরই, অবিলম্বে কর্মচারীদের বকেয়া ডিএ(DA) মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যের কাছে দাবি জানিয়েছে রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। মঙ্গলবার এই দাবি তুলে আগামী দিনে হাইকোর্টের রায় কার্যকর করার দাবিতে ফের আন্দোলনে নামার বার্তা দেওয়া হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের ওই সংগঠনের তরফে।

আরও পড়ুনঃ আপনার ফোনেও কি এই মেসেজ আসছে, তবে সাবধান, সতর্ক করল SBI

- Advertisement -

রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয়শঙ্কর সিংহ একটি বিবৃতিতে বলেন, ‘রাজ্যের বিগত বামফ্রন্ট সরকার শুধু নীতিগত ভাবেই নয়, রোপা-২০০৯-এর মাধ্যমে বকেয়া ডিএ-র(DA) দাবিকে কর্মচারীদের আইনসিদ্ধ মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতিও দিয়েছিল।’ তাঁর দাবি, আগে স্যাট এবং পরে হাই কোর্টের রায় আসলে বিগত বামফ্রন্ট সরকারের এই স্বীকৃতিকেই আরও এক বার মনে করিয়ে দিল বর্তমান রাজ্য সরকারকে।

আরও পড়ুনঃ দাউ দাউ করে জ্বলে উঠল জোড়া ট্রলার, নিমেষে পুড়ে ছাই দু’কোটি

তিনি অভিযোগ করেন, বর্তমান রাজ্য সরকার কর্মচারীদের এই অধিকারকে অস্বীকার করে ডিএ-কে(DA) দয়ার দান বলে অভিহিত করেছিল। যার বিরুদ্ধে রাজ্য কো-অর্ডিনেশন কমিটি শুরু থেকেই আন্দোলনে নেমেছে। রাজ্যের দূরবর্তী জেলার প্রত্যন্ত প্রান্তে হয়রানিমূলক বদলি সত্ত্বেও সেই আন্দোলন চলছে। আগামী দিনেও চলবে।

হাইকোর্টের নির্দেশের পর মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের দিকে নজর ছিল সমস্ত রাজ্য সরকারি কর্মীদের। কিন্তু, কর্মীদের সেই আশায় জল ঢেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, চলতি বছরে মহার্ঘ ভাতা বা ডিএ(DA) দেওয়ার জন্য যে টাকার প্রয়োজন তা এইমুহূর্তে আমাদের হাতে নেই। কেন্দ্রের একাধিক পদক্ষেপের জন্য রাজ্যের রাজস্ব দিন দিন কমে যাচ্ছে। তবে তিনি এই ধরনের কথা বললেও, হাইকোর্টের তরফ থেকে আগামী ৩ মাসের মধ্যেই সমস্ত টাকা মেটানোর কথা বলা হয়েছে। এখন প্রশ্ন এই বছরের ডিএ(DA) মেটানোর টাকাই যদি সরকারের কাছে না থাকে। তাহলে বকেয়া ডিএ মেটানোর জন্য যে বিশাল অর্থের প্রয়োজন হবে সেটা কিভাবে জোগাড় হবে?