Manmohan Singh: এবার ডেঙ্গুর কবলে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, জানুন তাঁর শারীরিক অবস্থার খবর

মনমোহন সিং-এর হাসপাতালে ভরতি হওয়ার খবর পেয়েই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া বৃহস্পতিবার সিংয়ের সঙ্গে দেখা করে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন।

0
142

নয়াদিল্লি: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং জ্বর সহ শারীরিক অসুস্থতা নিয়ে ভরতি হয়েছিলেন দিল্লির AIIMS-এ। বর্তমানে তিনি এখন সেখানেই চিকিৎসাধীন। এবার প্রাক্তন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলেই জানাচ্ছেন AIIMS-এর চিকিৎসকরা। তবে তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বলেই এইমসের কর্মকর্তারা জানিয়েছেন।

৮৯ বছর বয়সী এই কংগ্রেস নেতা বুধবার সন্ধ্যায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস) -এ ভর্তি হন। একজন কর্মকর্তা শনিবার বলেন, “তাঁর ডেঙ্গু ধরা পড়েছে তবে তাঁর প্লেটলেট সংখ্যা এখন বাড়ছে এবং অবস্থার উন্নতি হচ্ছে।” মনমোহন সিংকে হাসপাতালের কার্ডিও-নিউরো সেন্টারের একটি প্রাইভেট ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ডঃ নীতীশ নায়েকের নেতৃত্বে কার্ডিওলজিস্টদের একটি দলের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। বর্তমানে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর অবস্থা অনেকটাই স্থিতিশীল।

- Advertisement -

আরও পড়ুন- Bangladesh: ইসকন মন্দিরে হামলার ঘটনায় মমতা চুপ কেন, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

মনমোহন সিং-এর হাসপাতালে ভরতি হওয়ার খবর পেয়েই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া বৃহস্পতিবার সিংয়ের সঙ্গে দেখা করে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন। এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে ছবিও তোলেন। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা ও সমালোচনাও শুরু হয়েছিল। কংগ্রেস অভিযোগ করেছিলেন যে প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সময় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী একজন ফটোগ্রাফারকে সঙ্গে নিয়েছিলেন। পরিবারের বিরুদ্ধে গিয়ে এই ছবি তোলা হয়েছিল বলেই দুঃখ প্রকাশ করে অভিযোগ করেছিলেন মনমোহন সিং-এর মেয়ে, দমন সিং।

আরও পড়ুন- Tripura: নিরঞ্জন শেষে ফেরার পথে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত চার

সিংহকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এপ্রিল মাসে এইমসে ভর্তি করা হয়েছিল। এক মাস পরে, অস্বস্তির কারণে তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তখন সুস্থ হয়েই বাড়ি ফিরেছিলেন প্রধানমন্ত্রী। তবে যাই হোক প্রবীণ কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন গোটা দেশবাসী।