Tripura: নিরঞ্জন শেষে ফেরার পথে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত চার

0
296

বিক্রম কর্মকার, ত্রিপুরা: প্রতিমা নিরঞ্জনে গিয়ে ঘটল বিপত্তি। দেবী দূর্গার নিরঞ্জন শেষে ফেরার পথে আচমকা দুই গোষ্ঠীর মধ্যে বেঁধে যায় রক্তক্ষয়ী সংঘর্ষ। এই সংঘর্ষের জেরে গুরুতর আহত হয়েছে চারজন। ঘটনাটি ঘটেছে ত্রিপুরা কল্যাণপুর থানাধীন উত্তর কমল নগর এলাকায়।

আরও পড়ুন-Weather Update: ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

- Advertisement -

জানা গিয়েছে, শনিবার রাত ৮ টা নাগাদ কল্যাণপুর থানাধীন উত্তর কমলনগরের বীণাপাণি ক্লাবের যুবকরা মিলে বীণাপাণি ক্লাবের প্রতিমা নিরঞ্জন করতে যায়। কিন্তু প্রতিমা নিরঞ্জন শেষে বাড়ি ফেরার পথেই আচমকা বীণাপাণি ক্লাবের যুব কর্মীদের উপর ধারাল দা ও লাঠি দিয়ে বর্বোরোচিত ভাবে আক্রমণ চালায় অন্যদলের সদস্যরা।

নিমেষের মধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যায় দুই দলের মধ্যে। এই সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়েছে চারজন যুবক। আহতদের নাম, তপন বিশ্বাস, তাপস দাস, বিষ্ণু দাস, আনন্দ রুদ্র পাল। এরপর স্থানীয়দের তৎপরতায় আহত অবস্থায় ওই চার যুবককে উদ্ধার করে নিয়ে আসা হয় কল্যাণপুর হাসপাতলে।

কিন্তু তপন বিশ্বাস এবং তাপস দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সঙ্গে সঙ্গেই কল্যাণপুর হাসপাতালের চিকিৎসক তাদের দু’জনকে ১০২ অ্যাম্বুলেন্স সহযোগে রাজধানী আগরতলার প্রধান রেফারেল জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। যদিও উক্ত ঘটনায় গোটা কল্যাণপুর এলাকায় এখনও পর্যন্ত উত্তেজনা ও চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে ।

আরও পড়ুন-Horoscope: কেমন যাবে আপনার এই ছুটির দিন, জেনে নিন আজকের রাশিফল

এইদিকে গুরুতর আহত চারজন যুবকের অভিযোগ, দা আর লাঠি দিয়েই প্রথমে গাড়ির চালকের উপর আক্রমণ করে। এরপর একে একে তাঁদের উপর বর্বরোচিতভাবে আক্রমণ চালিয়েছে সঞ্জয় মজুমদার ওরফে মদন এবং পূর্ণ চন্দ্র মজুমদার ও সজল মজুমদার নামে তিনজন ব্যক্তি। যদিও গোটা এলাকায় এখনও পর্যন্ত জারি রয়েছে বিশাল পুলিশ ও TSR বাহিনী।