Corona Update India: উৎসবের আবহে করোনা গ্রাফে বিরাট স্বস্তি, সাত মাসে সংক্রমণ সর্বনিম্ন

করোনা সংক্রমণের গ্রাফে। বিপুল মানুষের সমাগমের পরেই স্বস্তির খবর এটাই যে দেশে করোনা সংক্রমণের হার নিম্নমুখী। ৭ মাসে সর্বনিম্ন সংক্রমণ হয়েছে গত এক দিনে।

0
88

নয়াদিল্লি: উৎসবের মরশুমে শিকেয় উঠেছিল করোনাবিধি। মারণ ভাইরাসের কথা বেমালুম ভুলে গিয়ে সমস্ত সতর্কবানী উপেক্ষা করেই বেড়েছিল ভিড়। এটাই ভারতে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনাকে তীব্র করেছিল। তবে সেই ভয় কেটেছে দৈনিক করোনা সংক্রমণের গ্রাফে। বিপুল মানুষের সমাগমের পরেই স্বস্তির খবর এটাই যে দেশে করোনা সংক্রমণের হার নিম্নমুখী। ৭ মাসে সর্বনিম্ন সংক্রমণ হয়েছে গত এক দিনে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৪৬ জন। এই সংখ্যা গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কম। করোনার এই গ্রাফ বলছে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে ভারত। সরছে করোনার কালো ছায়া। দেশের করোনা পরিস্থিতি এখন অনেকেটাই নিয়ন্ত্রণে এমনটাই বলছেন বিশেষজ্ঞ মহল। শুধু আক্রান্তের সংখ্যা নয় গত ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যুর সংখ্যাও। এক দিনে ভারতে করোনার বলি হয়েছেন, ১৪৪ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আাক্রান্তের সংখ্যা রয়েছে ১ লাখ ৯৫ হাজার ৮৪৬ জন। সুস্থতার দিকেও ফুটছে আশার আলো। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড মুক্ত হয়েছেন ১৯ হাজার ৭৮৮ জন।

- Advertisement -

নতুন করে সংক্রমণ নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪০ লক্ষ ৬৭ হাজার ৭১৯। নতুন মৃত্যু নিয়ে মোট করোনা প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৫২ হাজার ১২৪ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৭৪৯ জন। করোনা যুদ্ধে জয়ী হওয়ার জন্য টিকাদানকেই সামনে রেখে এগিয়ে চলছে ভারত। খুব দ্রুত ১০০ কোটি মানুষের টিকাকরণ সম্পন্ন করে নয়া মাইল ফলক অর্জন করবে ভারত। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ৯৭ কোটি ৬৫ লক্ষ ৮৯ হাজার ৫৪০ জন। গত ২৪ ঘণ্টায় ৪১ লাখ ২০ হাজার ৭৭২ জনকে টিকা দেওয়া হয়েছে। চলছে নমুনা পরীক্ষাও।