সাবধান: আগামী ৬-৮ সপ্তাহের মধ্যে ভারতে আঘাত হানতে পারে করোনার তৃতীয় ঢেউ

0
81
COVID-19

নয়াদিল্লি: করোনাকে প্রতিহত করার জন্য দেশে চলছে টিকাকরণ। কিন্তু তা সত্বেও বাগে আনা যাচ্ছে না চিনা ভাইরাসকে। প্রথমের পর করোনার দ্বিতীয় ঢেউ কিভাবে ভারতে আঘাত হেনেছিল তা দেখেছে বিশ্ববাসী। দ্বিতীয় ঢেউের রেশ এখনও কাটেনি কিন্তু তার আগে থেকেই বিশেষজ্ঞরা বলেছেন ভারতে আসবে করোনার তৃতীয় ঢেউ। দেশে তৃতীয় ঢেউ “অনিবার্য” এবং আগামী ছয়-আট সপ্তাহের মধ্যে এটি দেশে আঘাত হানতে পারে বলে সকলকে সতর্ক করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন AIIMS প্রধান ডঃ রণদীপ গুলেরিয়া।

AIIMS প্রধান বলেছেন, “আনলক পর্ব করা শুরু করার সঙ্গে সঙ্গেই আবার কোভিড-উপযুক্ত আচরণবিধি মেনে চলার অভাব দেখা দিয়েছে আমাদের মধ্যে। প্রথম এবং দ্বিতীয় ঢেউের মধ্যে যা ঘটেছিল তা থেকে আমরা শিখেছি বলে মনে হয় না। আবারও ভিড় বাড়ছে, লোকজন জড়ো হচ্ছে। জাতীয় পর্যায়ে কেসের সংখ্যা বাড়তে কিছুটা সময় লাগবে। তবে এটি পরবর্তী ছয় থেকে আট সপ্তাহের মধ্যেই ঘটতে পারে এবং কিছুটা দীর্ঘ হতে পারে।” তিনি আরও জানিয়েছেন যে, “করোনার তৃতীয় ঢেউ নির্ভর করবে, আমরা কতটা কোভিড-উপযুক্ত আচরণ এবং ভিড় রোধের ক্ষেত্রে কীভাবে এগিয়ে চলেছি।”

- Advertisement -

করোনার দ্বিতীয় ঢেউের প্রভাব কতটা মারাত্মঙ্ক হয়েছিল তিনি আরও একবার সকলকে মনে করেইয়ে দিয়েছেন। বিভিন্ন অঞ্চলে হাসপাতালের শয্যা এবং চিকিত্সা সরবরাহের যে ঘাটতি সৃষ্টি হয়েছিল তা তিনি উল্লেখ করেছেন। বেশ কয়েকটি রাজ্য কয়েক সপ্তাহের কঠোর নিষেধাজ্ঞার পরে এখন সেই নিষেধাজ্ঞাগুলি সহজ করেছে। তবে তৃতীয় ঢেউের হাত থেকে বাঁচতে প্রস্তুতি শুরু করে দিয়েছে। করোনার তৃতীয় ঢেউে ক্ষতিগ্রস্থ হতে পারে শিশুরা এমনটাই আশঙ্কার কথা জানানো হচ্ছিল। তবে AIIMS প্রধান ডঃ রণদীপ গুলেরিয়া জানিয়েছেন ভারত বা আন্তর্জাতিকভাবে কোথাও এই তথ্য দেওয়া নেই যে করোনার তৃতীয় ঢেউে শিশুরা মারাত্মকভাবে সংক্রামিত হবে বা প্রভাবিত হবে।