অনুমতি ছাড়া পোস্টারে আমার ছবি ব্যবহার করেছে কংগ্রেস: অভিনেতা

0
32
Poster

নয়াদিল্লি: অনুমতি ছাড়াই তাঁর ছবি পোস্টারে (Poster) ব্যবহার করেছে কংগ্রেস বলে অভিযোগ তুললেন অভিনেতা। ব্যাঙ্গালোরের অভিনেতা অখিল আইয়ার এই ঘটনাকে কেন্দ্র করে কর্ণাটক কংগ্রেসের বিরুদ্ধে আইনি পথে হাঁটবে বলে তোপ দেগেছেন অভিনেতা। পে সিএম-এর পোস্টারে অভিনেতা অখিল আইয়ারের সঙ্গে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই-এর ছবি ব্যবহার করে প্রচার করছে কংগ্রেস।

ইতিমহদ্যেই সমগ্র রাজ্যে ছড়িয়ে পড়েছে সেই ছবি। পোস্টারে দেখা যাচ্ছে, প্রায় ৫৪ কোটি যুবকের ভবিষ্যৎ নষ্ট করেছে বলে বিজেপিকে তোপ দাগেন অখিল আইয়ার। কিন্তু এই পোস্টার বানানোর আগে অভনেতার থেকে কংগ্রেস অনুমতি নেয়নি বলে উঠেছে অভিযোগ। উল্লেখ্য, বর্তমানে ভারত জোড়ো যাত্রা করছে কংগ্রেস। কন্যাকুমারি থেকে শুরু হয়ে কাশ্মিরে শেষ হবে এই র‍্যালি।

- Advertisement -

আরও পড়ুন- মশারি টানিয়ে প্রতীকী প্রতিবাদে সামিল বিজেপি

পাশাপাশি, ২০২৪-এর নির্বাচনের দামামাও বেজে গিয়েছে একাধিক রাজ্যে। এই পরিস্থিতিতে বিজেপির বিরুধে তোপ দেগে পেসিএম পোস্টার (Poster) বানিয়েছে কংগ্রেস। সেখানে যুব সম্প্রদায়ের মুখ হিসেবে অখিল আইয়ারের ছবি ব্যবহার করেছে দল।