দুর্গাপুজোয় বাতিল ছুটি, বিশেষ ব্যবস্থার সিদ্ধান্ত বিদ্যুৎ দফতরের

0
47

কলকাতা : আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সারা শহর জুড়ে দুর্গোৎসবের তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবার সেই উৎসবের দিনগুলিতে পরিষেবাকে ঠিকভাবে চালাতে বিশেষ সিদ্ধান্ত নিচ্ছে বিদ্যুৎ দফতর। শুক্রবার পুজো নিয়ে সল্টলেক বিদ্যুৎ ভবনে সাংবাদিক বৈঠক করে এই বিষয়েই জানিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। বিশেষ কন্ট্রোল রুম থেকে শুরু করে জেলায় জেলায় খোলা থাকবে অফিস। এমনকি এই অফিস থেকেই সারাক্ষণ পর্যবেক্ষণ চালানো হবে। পুজোর জন্য এবার দফতরের সব কর্মীদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যে মোট ৩ হাজার ২৯০টি মোবাইল ভ্যান রাস্তায় থাকবে। জানা গিয়েছে, বিদ্যুৎ দফতরের মোট ৬৯ হাজার ৮১৭ জন কর্মী রাস্তায় থাকবেন। এদিন থেকেই সমস্ত পুজোকে কেন্দ্র করে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোলরুমে দায়িত্বে থাকবেন ডাইরেক্টর অফ ডিস্ট্রিবিউশন অ্যান্ড চিফ ইঞ্জিনিয়ার ডিস্ট্রিবিউটর। বিভিন্ন জেলায় মোট ১৫৩৬ টি অফিস খোলা থাকবে। ২৪ ঘণ্টা খোলা থাকবে কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুম ৫ নভেম্বর পর্যন্ত খোলা থাকবে।

- Advertisement -

এদিন অরূপ বিশ্বাস জানিয়েছেন, গত বছর সিইএসসি ৪৯৯৩ টি কানেকশন দিয়েছিল। এবছর ৪৩১১ টি কানেকশন দিয়েছে। এখনও কানেকশন দেওয়ার কাজ চলছে। ওদের অনুমান এই বছর কানেকশন এর সংখ্যা গত বছরের কানেকশনের থেকেও ছাপিয়ে যাবে। WBSEDCL গত বছর কানেকশন দিয়েছিল ৪০১৪২ টি। এবছর ৪১২৩৭ টি পেয়েছে। পঞ্চমীর দিন সবচেয়ে বেশি বিদ্যুৎ প্রয়োজন ৯৭৪৩ মেগাওয়াট। সেখানে রাজ্যের উৎপাদন ১০৩২০ মেগাওয়াট। তিনি আরও জানিয়েছেন, ঝড় বৃষ্টি হলে কি কিভাবে তার মোকাবেলা করা যায় সেদিকে সব ভাবেই বিদ্যুৎ দফতর তৈরি আছে। সমস্ত জেলায় সরঞ্জাম পাঠিয়ে রেখেছি যদি সেখানে কোনও সমস্যা হয় তার জন্য।