মশারি খাটিয়ে প্রতীকী প্রতিবাদে সামিল বিজেপি

0
19
siliguri

শিলিগুড়িঃ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ শিলিগুড়ি (siliguri) পুরনিগম। এই অভিযোগ তুলে শিলিগুড়ি পুরনিগম অভিযান বিজেপি কাউন্সিলরদের। এদিন বিজেপি কাউন্সিলররা রাস্তায় মশারি টানিয়ে অভিনব উপায়ে বিক্ষোভ প্রদর্শণ করেন। বিক্ষোভ প্রদর্শন শেষে পুর কমিশনারের কাছে ডেপুটেশন জমা দেন তাঁরা।

রাস্তায় মশারি টানিয়ে হাঁটছেন বিজেপি কাউন্সিলররা। এদিন শহরে প্রতীকী প্রতিবাদে সামিল হল গেরুয়া শিবির। অভিযোগ ডেঙ্গু পরিস্থিতি শহরে ক্রমশই খারাপ হচ্ছে। উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না শিলিগুড়ি পুরনিগম। ইতিমধ্যে শহরের বেশ কয়েকজন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন। শিলিগুড়িতে ডেঙ্গু নতুন নয়। আগেও হয়েছে। এই বিষয়ে আগে থেকেই যদি শিলিগুড়ি পুরনিগম সতর্ক হত, এই পরিস্থিতি দেখতে হত না। দাবি বিজেপির।

- Advertisement -

সম্প্রতি শিলিগুড়িতে (siliguri) ডেঙ্গুতে মৃত্যু হয়েছে এক তিন বছরের শিশুর। বেশ কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিল শিশুটি। পরীক্ষা করার পর জানা যায়, তার ডেঙ্গু হয়েছে। হাসপাতালে ভর্তি করানো হলে মঙ্গলবার ভোরে মৃত্যু হয় তার। জানা গেছে শিলিগুড়ির পরেশনগর এলাকায় বাড়ি ওই শিশুটির পরিবারের। মৃতের মাসি প্রীতি রায় বলেন, বেশ কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিল। কখনও জ্বর কমছিল, কখনও আবার বাড়ছিল। স্থানীয় এক চিকিৎসকের পরামর্শে ডেঙ্গু পরীক্ষা করানো হয়। রিপোর্টে দেখা যায় ডেঙ্গু হয়েছে শিশুটির। তারপর শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয় শিশুটিকে। এদিকে পরিস্থিতির গুরুত্ব বুঝে জেলা শিলিগুড়ি জেলা হাসপাতালের সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম দেব। হাসপাতালে প্রয়োজনের তুলনায় বেড কম আছে বলে মেনে নিলেন মেয়র। ডেঙ্গু পরিস্থিতিকে সামনে রেখে যুদ্ধকালীন তৎপরতায় ডেঙ্গু নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানালেন তিনি।