ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণা, গ্রেফতার ৯

0
76

নিউটাউন: ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণা। নিউটাউনের আকাঙ্খা মোড় অফিস থেকে ৯ জনকে গ্রেফতার করল ইকোপার্ক থানার পুলিশ। ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে খবর, ইকোপার্ক থানা এলাকার নিউটাউন আকাঙ্ক্ষা মোড় এর কাছে এস্ট্রো বিল্ডিংয়ে অফিস খুলে ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগ। মূলত এই ভুয়ো কল সেন্টারের আড়ালে চলতো প্রতারণা চক্র। বিদেশি নাগরিকদের ফোন করে টেক্সট সাপোর্ট দেওয়ার নাম করে ধাপে ধাপে তাদের থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিতো প্রতারকরা।

- Advertisement -

আরও পড়ুন-নিয়োগ দুর্নীতিতে এবার ‘শুভেন্দু-ঘনিষ্ঠ’, রক্ষাকবচ দিল না হাই কোর্ট

ইকোপার্ক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় নিউটাউনের এস্ট্রা বিল্ডিংয়ের অফিসে। সেই কল সেন্টারে যথাযথ নথি না দেখাতে পারায় সেই সময় কল সেন্টারে থাকা ৯ জনকে গ্রেফতার করে ইকোপার্ক থানার পুলিশ। অফিস থেকে উদ্ধার হয় ল্যাপটপ, হার্ডডিক্স, মোবাইল ফোন, এটিএম কার্ড সহ বিভিন্ন নথি। ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হবে। এই চক্রের পিছনে আর কারা কারা যুক্ত রয়েছে তা তদন্ত করবে ইকোপার্ক থানার পুলিশ।

অন্যদিকে, বড়সড় সাফল্য পেল সিআইডি। শিলিগুড়ির মাটিগারা থানার অন্তর্গত আইটি পার্ক এলাকাতেই চলছিল বিআইনি কল সেন্টার। গোপন সূত্রে পাওয়া এই খবরের ভিত্তিতে শুক্রবার সকালে মাটিগাড়া আইটি পার্ক এলাকায় অভিযান চালায় সিআইডি।

আরও পড়ুন-কানাডা-স্থিত ভারতীয় পড়ুয়া এবং প্রবাসীদের সতর্ক করল বিদেশমন্ত্রক

জানা গিয়েছে, ওই আইটি পার্ক এলাকায় বেআইনিভাবে কল সেন্টার খুলে মানুষকে প্রতারণা করছিল একটি চক্র। দীর্ঘদিন ধরে এই চক্রটি সাধারণ মানুষকে প্রতারণার শিকার করছিল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এই অভিযান চালিয়ে সিআইডি এখনো পর্যন্ত তিনজনকে আটক করেছে বলে সূত্রের খবর। এই চক্রে আর কারা কারা জড়িয়ে রয়েছে তাদের খুঁজতে চলছে তল্লাশি।

সূত্রের খবর, কেবলমাত্র দেশে নয় বিদেশেও এই চক্রের চাই ছড়িয়ে রয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে সিআইডি। সূত্রের খবর ওই কল সেন্টার থেকে প্রচুর কম্পিউটার, হার্ডডিস্ক এবং সিপিইউ আটক করেছে সিআইডি। পাশাপাশি আটক হয়েছে প্রচুর সিম এবং মোবাইল ফোন বলেও সূত্রের খবর। ওই কল সেন্টারে অভিযান চালিয়ে আটক হওয়া তিনজনকে শিলিগুড়ি আদলতে তোলা হয়।