কেন্দ্রীয় নীতির প্রতিবাদে আজ থেকে টানা ৭২ ঘণ্টা দেশজুড়ে রেশন ধর্মঘটের ডাক

0
43

খাস ডেস্ক: কেন্দ্রীয় নীতির প্রতিবাদে আজ থেকে টানা ৭২ ঘণ্টা দেশজুড়ে রেশন ধর্মঘট (ration strike)। মোট ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। আজ থেকে এই ধর্মঘট চলবে বৃহস্পতিবার পর্যন্ত চলবে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের পাশাপাশি গোটা দেশের মোট ৫ লক্ষ ৩৮ হাজার রেশন ডিলার এই ধর্মঘটে সামিল হয়েছেন। আর এই ধর্মঘটের জেরে চরম ভোগান্তির মুখে পড়তে চলছে শহরবাসী।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

প্রসঙ্গত, রেশন উপভোক্তাদের বিভিন্ন রকমের রেশন কার্ড রয়েছে। অন্ত্যোদয় অন্নযোজনা রেশনকার্ড (AAY), বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড (SPHH), অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড (PHH), RKSY1 রেশনকার্ড, RKSY2 রেশনকার্ড। এই এক একটি কার্ডে সরকারের তরফে এক এক রকমের সুবিধা পাওয়া যায়। শুধু তাই নয়, প্রতিটি কার্ডের ক্ষেত্রে খাদ্যশস্যের পরিমাণেরও তফাৎ রয়েছে। কারণ, আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করে রেশন কার্ড আলাদা আলাদা দেওয়া হয়ে থাকে।

আরও পড়ুন-যা বলা হচ্ছে, তার থেকেও ৮ গুণ বেশি নিহত হয়েছে তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে

৭ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত রেশন বনধ কর্মসূচি পালিত হবে বলে খবর। একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, কেন্দ্রীয় বাজেটে ফের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা চালু করা নিয়ে আশাবাদী ছিল সংগঠন। পাশাপাশি ২০২৩-২৪ অর্থবর্ষে সুখবর পাওয়া যাবে বলেও মনে করা হয়েছিল। কিন্তু বাস্তবে তা হয়নি। জানা গিয়েছে, <span;>প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা প্রত্যাহার করে নেওয়ায় ৪৮৪ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বলেও দাবি করে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। এই ক্ষতি সামাল দিতে মাসিক ৫০ হাজার টাকা সাম্মানিক হিসেবে দেওয়ার দাবি জানানো হলেও তা সংসদে পূর্ণতা পায়নি। যাবতীয় ক্ষোভ থেকেই শেষমেশ বনধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মত।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor