যা বলা হচ্ছে, তার থেকেও ৮ গুণ বেশি নিহত হয়েছে তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে

0
65

বিশ্বদীপ ব্যানার্জি: সোমবারের রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার নতুন করে কেঁপে উঠল তুরস্কের বিস্তীর্ণ এলাকা। পাশাপাশি চূড়ান্ত ক্ষতিগ্রস্ত প্রতিবেশী সিরিয়া-ও। দুই দেশ মিলিয়ে ভূমিকম্পে নিহতের সংখ্যা সাড়ে চার হাজারের কাছাকাছি। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা করছে এক চাঞ্চল্যকর দাবি।

আরও পড়ুন: “চোখের সামনে জানালাটা চূর্ণবিচূর্ণ হয়ে গেল”, ভূমিকম্পের বর্ণনা বরাত জোরে বাঁচা নাগরিকের

- Advertisement -

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওরফে World Health Organisation (WHO) জানাচ্ছে, যত দাবি করা হচ্ছে, তার থেকে অন্ততঃ ৮ গুণ বেশি মানুষ নিহত হয়েছেন এই ভূমিকম্পে। ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়ে গিয়েছে। কিন্তু এলাকায় আচমকা তুষারপাত শুরু হওয়ায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে মাঝেমাঝেই। এর ফলে ধ্বংসস্তূপের নিচে থেকে জীবিতদের উদ্ধার করা একটি বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সে কারণেই মনে করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তাছাড়া যত সময় যাচ্ছে, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে একের পর এক মৃতদেহ। সংস্থার সিনিয়র ইমার্জেন্সি অফিসার ক্যাথরিন স্মলউড সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “আমরা যে কোনও ভূমিকম্পতেই একই ঘটনা দেখি। দুর্ভাগ্যবশতঃ পরবর্তী সপ্তাহগুলিতে প্রাথমিক হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তুষারপাত ও প্রচণ্ড ঠান্ডায় গৃহহীন হয়ে পড়েছেন অগণিত মানুষ।”

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

এদিকে সোমবারের পর মঙ্গলবার দ্বিতীয়বার কেঁপে উঠল তুরস্কের মাটি। এদিন মধ্য তুরস্কে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৬। মাটি থেকে প্রায় ২ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের এপিসেন্টার।