সেনার সাফল্য, কাশ্মীরে খতম দু’জন সন্ত্রাসবাদী

0
28

শ্রীনগর: কাশ্মীরে সন্ত্রাসবাদ নতুন করে মাথাচাড়া দিয়েছে এই খবর সামনে আসার পর থেকেই তৎপর হয়েছে উপত্যকার সুরক্ষাবাহিনী। কড়া ভাবে সন্ত্রাসবাদ দমন অভিযান নেমেছে সেনা। মিলছে সাফল্যও। আজ শনিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে দুই জঙ্গি।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, শনিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার নাগবীরন-তরসার বনাঞ্চলএলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। জঙ্গিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। কাশ্মীর জোন পুলিশ এক টুইট করে জানিয়েছে সন্ত্রাসবাদিদের উপস্থিতির খবর পাওয়ার পরেই শুরু হয় তল্লাশি অভিযান। সেনার উপস্থিতির কথা জানতে পেরেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তখই শুরু হয় এনকাউন্টার।

- Advertisement -

কাশ্মীর পুলিশ জানিয়েছে, গুলি বিনিময় চলছে এবং আরও বিশদে পরবর্তীকালে জানানো হবে। চলতি বছরের শুরু থেকেই মিলছে সাফল্য। কয়েকদিন আগেই কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছঈখন পর্যন্ত চলতি বছরে ৮০ জনের বেশি জঙ্গিকে খতম করেছে সেনা। তাদের মধ্যে যার মধ্যে বেশিরভাগই নিষিদ্ধ পাক সন্ত্রাসী সংগঠন এলইটির সাথে যুক্ত ছিল। বাকিরা ছিল এইচএম, আল-বদর এবং AuGH জেএম।