বাড়ল সমস্যা, অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করল মিজোরাম

0
39

গুয়াহাটি: সোমবার অসম এবং মিজোরামের মধ্যে সীমান্তে সংঘর্ষে ৬ জন অসম পুলিশ নিহত হওয়ার পর থেকেই দুই রাজ্যের সীমান্তে উত্তেজনা অব্যহত রয়েছে। সীমান্তে এই ঘটনার জন্য মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা অসমকেই দায়ী করেছেন। কেন্দ্রের হস্তক্ষেপের পরেও মেটেনি সমস্যা। এবার সীমান্ত বিদাদ নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে মামলা দায়ের করেছে মিজোরাম পুলিশ।

মিজোরাম পুলিশ শুক্রবার ঘোষণা করেছে যে তাঁরা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নাম উল্লেখ করে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শুধু অসমের মুখ্যমন্ত্রী নয় অসমের চার শীর্ষ পুলিশ আধিকারিক, দুই আমলা ও অসম পুলিশের ২০০ জন পুলিশকর্মীর বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে বলেই জানা গিয়েছে। অসমের কাছাড় সীমান্তবর্তী মিজোরামের কোলাসিব জেলার ভাইরেংটে থানায় “হত্যার চেষ্টা” সহ ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

- Advertisement -

জানা গিয়েছে মিজোরাম পুলিশ হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে খুনের চেষ্টা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা করেছে। অসমের অফিসারদের আগামী ১ আগস্ট ভাইরেংটে থানায় হাজির হতে বলা হয়েছে। উল্লেখ্য, সোমবার, এই দুই জেলার মধ্যে সীমান্ত এলাকায় হিংসতা ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় ৬ জন অসম পুলিশ নিহত হয় ও আরও ৫০ জন আহত হয়েছিল। সেই নিয়েই বিবাদ আরও বেড়েই চলছে। সমস্যা সমাধানের জায়গায় অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিজোরাম পুলিশের মামলা দায়েরর ঘতনা আরও বিষয়টিকে জটিল করে তুললো বলেই মনে করা হচ্ছে।