পাহাড় সফরের অন্যতম আকর্ষণ, শীতের আভাস পেতে ভিড় জমাচ্ছে পর্যটকরা

0
47

খাস ডেস্ক: ৫,৮০০ ফুট উচ্চতায় ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখার সুযোগ রয়েছে আপনার কাছে! পাহাড় সফরের অন্যতম আকর্ষণীয় স্থান। এই মুহূর্তে গরম থেকে রেহাই পেতে পাহাড়ের ঠাণ্ডা পরিবেশে ভিড় জমেছে পর্যটকদের। পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের মুখেও হাসি ফুটেছে। আর এই পাহাড় সফরে আসলে বাড়তি পাওনা তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘার দর্শন। পর্যটকদের মতে, এই সময়ে এমন দৃশ্য দেখা খুব মুশকিল।

আরও পড়ুন: প্রকাশ্যে চলল গুলি, মৃত যুবক

- Advertisement -

পাহাড়ের অন্যতম আকর্ষণ মিরিক লেক। পর্যটকদের কাছে এ যেন স্বর্গীয় অনুভূতি উপভোগ করার অন্যতম ঠিকানা মিরিক। পাহাড় ও ঘন জঙ্গলে ঘেরা এই জায়গা যেন এক রোমাঞ্চ জাগায়। আর এই মিরিক লেকের শিকারায় উঠে উপভোগ করা যাবে প্রাকৃতিক মনমুগ্ধকর পরিবেশ। এই জায়গা বোটিংয়ের জন্য বেশ বিখ্যাত। পর্যটকদের তালিকায় উপরের দিকে থাকে বোটিং।

আরও পড়ুন: চার ধামের অন্যতম কেদারনাথ, ভক্তসংখ্যা ‘নির্দিষ্ট’ করে আজ থেকেই প্রবেশে অনুমতি সরকারের

এই সুযোগে মিরিককে পর্যটকদের কাছে আরও সুন্দর করে তুলতে নতুন পরিকল্পনা শুরু করেছে জিটিএ। ইতিমধ্যেই কয়েকটি পরিকল্পনা বাস্তবায়িত করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য শিকারা। গত মার্চ মাস থেকেই শিকারা উপভোগ করতে মিরিক লেকে ভিড় জমাচ্ছে পর্যটকদের দল।