৬০০ ফুট নিচের পাহাড়ি ছড়াতে আপনা আপনি উঠেছে দুই শিবলিঙ্গ, সন্ধান মিলল নয়া তীর্থক্ষেত্রের

0
178

বিশ্বদীপ ব্যানার্জি: সন্ধান মিলল এক নতুন হিন্দু তীর্থক্ষেত্রের। ৫০০ থেকে ৬০০ ফুট নিচে পাহাড়ি ছড়াতে আপনা আপনিই উঠেছে দুটি শিবলিঙ্গ। স্থানীয় মানুষ এই মন্দিরের নাম দিয়েছে হরগৌরী ও জোড়া শিবমন্দির। বাংলাদেশের সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে সন্ধান মিলেছে এই জোড়া শিবের।

আরও পড়ুন: কেন বিয়ে হয়নি রাধাকৃষ্ণের

- Advertisement -

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

চন্দ্রনাথ মন্দিরের পেছনের রাস্তা দিয়ে ৫০০ থেকে ৬০০ ফুট নিচের ছড়াতে এই দুই শিবের অবস্থান। ছড়া অর্থে প্রাকৃতিক অগভীর জলপ্রবাহ। ছোট পাহাড়ি নদীকে-ও ছড়া বলা হয়ে থাকে। চন্দ্রনাথ পাহাড়ে গভীর জঙ্গলের মধ্যে এমনই এক ছড়ায় জোড়া শিবের সন্ধান মিলল সম্প্রতি।

হিন্দু পুরাণ মতে, দেবাদিদেব মহাদেবকে কেউ জন্ম দেননি। তিনি নিজে থেকেই জন্ম নিয়েছেন। সে কারণেই তাঁকে বলা হয় স্বয়ম্ভূ। এই জোড়া শিবের আপনা আপনিই ওঠা যেন সে বৃত্তান্তকে-ই মনে করায়। তবে মন্দিরটি এখনও সেভাবে প্রচার পায়নি। যদিও শৈব সাধকদের কাছে খুবই প্রসিদ্ধ এই তীর্থ। বলাই বাহুল্য, পাতাল কালীর মত এটিও এক রহস্যময় তীর্থ।