পেট্রলের দাম কেন বাড়ছে, আলুর উদাহরণ টেনে বোঝালেন দিলীপ ঘোষ

0
82

কলকাতা: গরুর দুধে সোনা ‘আবিষ্কার’ করে রাজ্যজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন তিনি৷ এবার পেট্রলের দাম বৃদ্ধি নিয়েও বিস্ফোরক তত্ত্ব সামনে আনলেন জঙ্গলমহলের প্রবীণ মানুষটি৷ তিনি দিলীপ ঘোষ৷ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি৷ প্রতিদিনের মতো জুম্মাবারের সকালেও চারচাকায় চড়ে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসেছিলেন তিনি৷ সেখানেই ঘন ঘন পেট্রলের দাম বৃদ্ধি প্রসঙ্গে দিলীপের ব্যাখ্যা, ‘‘পেট্রলের দাম বিশ্বব্যাপী বাড়ছে৷ আলুর চাষ তো হুগলিতে প্রচুর হয়৷ তারপরও দাম বাড়ছে৷ কে কাট মানি খাচ্ছে, উত্তর দিন!’’ ঘনিষ্ঠ মহলে দিলীপের দাবি, পেট্রলের দাম বেড়েছে বলে শুধু কেন্দ্রকে গালমন্দ করে লাভ নেই৷ কারণটা বুঝতে হবে!

আজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজে যাওয়ার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় নেতা অমিত শাহের৷ সেই সূত্রে ফের সামনে এসেছে, গেরুয়া নামাবলীর প্রসঙ্গটি৷ তবে এই বিষয়ে দিলীপের সাবধানী মন্তব্য, ‘‘আমাদের কাছে খবর নেই৷ উনি (অমিত শাহ) যদি যান ব্যক্তিগত ভাবে যাবেন। সমাজের কি কি প্রয়োজন সেটা জানতেই উনি যাবেন, বিশিষ্টদের সঙ্গে কথা বলা, দলের এটাই পরম্পরা।’’ ঠিক একইভাবে দলীয় কোন্দলের প্রসঙ্গটিকেও এড়িয়ে দিলীপ বলেন, ‘‘কর্মীদের মনে এখনও ভয়ের পরিবেশ রয়েছে একটা। বিজেপি শেষ হয়েছে বলে যেটা প্রচার হচ্ছে সেটা ঠিক নয়। কর্মীরাও বুঝতে পারছেন। তাই দলের পরবর্তী কর্মসূচি নিয়ে আজ দুটি বৈঠক হবে৷ অমিতজি থাকবেন৷’’

- Advertisement -

দাবি করেছেন, ‘‘উত্তরবঙ্গে নির্বাচনের আগে যে পরিবেশ ছিল, কাল সেটাই আবার দেখা গিয়েছে। দক্ষিণবঙ্গে অত্যাচার অনেক বেশি হয়েছে। উত্তরবঙ্গের মানুষ আগেও এর বিরুদ্ধে ভোট দিয়েছেন। আমরা গোটা বাংলার সার্বিক উন্নয়ন করতে চাই। যারা উন্নয়ন মডেল বোঝেন না তারাই বিচ্ছিন্নতাবাদী বলেন।’’ ফের টেনে এনেছেন সারদা-নারদার প্রসঙ্গ৷ তৃণমূলকে বিঁধে দিলীপের কটাক্ষ, ‘‘নারদা সারদার টাকায় যে পার্টি দাঁড় করানো হয়েছে সেখানে এই কথা বলে কি হবে? এখন সরকার কোনও পেমেন্ট করছে না। যারা টাকা দিয়ে টিকিট কিনেছিল, তারাও এখন কাটমানি পাচ্ছেন না। এখন মানুষকে ভয় দেখিয়ে টাকা তুলছেন।’’ নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষানীতির তুলোধনা করে বলেছেন, ‘‘উনি শিক্ষাব্যবস্থা চালাতে পারছেন না। যারা চালাচ্ছে উনি তাদের ও চালাতে দিচ্ছেন না। উনি চাইছেন বাংলার সবাই অশিক্ষিত হোন। যাদের সামর্থ্য আছে তারা বেসরকারি স্কুলে ছেলেমেয়েদের পড়ান।’’

আরও পড়ুন: মাওয়ের আড়ালে কারা, জানতে জঙ্গলমহল সফরে দিদি