চার ধামের অন্যতম কেদারনাথ, ভক্তসংখ্যা ‘নির্দিষ্ট’ করে আজ থেকেই প্রবেশে অনুমতি সরকারের

0
71

খাস ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার খুলল কেদারনাথ মন্দিরের দরজা। ছয় মাস পর মন্দিরে প্রবেশ করতে পেরে আপ্লুত দর্শনার্থীরা। এদিন ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মত। শুরু হয়েছে চার ধাম যাত্রা। তবে করোনা বিধি মেনে দৈনিক ভক্তদের সংখ্যা নির্দিষ্ট করে দিল উত্তরাখণ্ড সরকার। মন্দির খোলার প্রথম দিনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

আরও পড়ুন: পাহাড় সফরের অন্যতম আকর্ষণ, শীতের আভাস পেতে ভিড় জমাচ্ছে পর্যটকরা

- Advertisement -

শুক্রবার সকাল ৬ টা ২৫ মিনিটে ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। গত ৩ তারিখ থেকে চলতি বছরের চার ধাম যাত্রা শুরু হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন থেকে খুলে গিয়েছে গঙ্গোত্রী ধাম এবং যমুনেত্রী ধাম। কেদারনাথ চার ধামের এবং উত্তরাখণ্ডের পঞ্চ কেদারের এবং ভারতবর্ষে শিবের ১২ টি জ্যোতির্লিঙ্গের একটি। জানা গিয়েছে, করোনা বিধি মেনে দৈনিক ভক্তদের সংখ্যা নির্দিষ্ট করা হয়েছে। প্রতিদিন ১২ হাজার ভক্ত মন্দিরে প্রবেশ করতে পারবে। বদ্রীনাথে ১৫ হাজার, গঙ্গোত্রী ধামে ৭ হাজার এবং যমুনেত্রী ধামে ৪ হাজার ভক্তদের প্রবেশে অনুমতি রয়েছে।

আরও পড়ুন: স্কুলের মধ্যে দুই ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার বাবার বয়সী ৪০ বছরের ব্যক্তি

এদিন মন্দির খোলার এক ঘণ্টা আগে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামি ভক্তদের স্বাগত জানান। মুখ্যমন্ত্রী কেদারনাথের মন্দিরের পুজো চলাকালীন উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ভক্তদের জন্য করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক।