উদ্ধার লক্ষাধিক টাকার সামুদ্রিক প্রাণী, গ্রেফতার ৩

0
46

নিজস্ব সংবাদদাতা, সোদপুর: অ্যাকোরিয়ামের দোকানের আড়ালে রমরমিয়ে চলছিল বেআইনিভাবে বিরল প্রজাতির সামুদ্রিক প্রাণীর ব্যাবসা৷ ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার সোদপুর খোলা চন্ডীতলা৷ বনদফতরের আধিকারিকরা তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে৷

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বনদফতরের একটি দল সোদপুরে খোলা চন্ডীতলায় ওই অ্যাকোরিয়ামের দোকানে তল্লাশি চালায়৷ সেখান থেকে ওয়ার্ল্ড লাইভ আর্টিকেলস উদ্ধার করে বনদফতর। উদ্ধার হয় বিরল প্রজাতির সামুদ্রিক প্রাণী সহ কোরাল৷ যার বাজার মূল্য লক্ষাধিক টাকা৷

- Advertisement -

বনদফতর সূত্রে জানা গিয়েছে, ধৃত তিন ব্যক্তির নাম সম্রাট সেন, সৌরদীপ দোলুই ও দেবাশীষ দে৷ এই দিন ব্যক্তি ওই দোকানের কর্মচারী ছিলেন৷ অন্যদিকে ওই দোকানের মালিক অভিষেক চৌধুরি ঘটনার পর গা ঢাকা দিয়েছে৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷

ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ এলাকার মানুষ ঘটনায় রীতিমতো হতভম্ব৷ তাঁদের দাবি, দোকানের ভিরতে লক্ষাধিক টাকার সামুদ্রিক প্রাণীর আছে সেই কথা তাঁরা টের পাননি৷ তদন্তকারীদের অনুমান, এই ঘটনার পিছনে বড় কোনো চক্র আছে৷ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে তাঁরা৷ সেই সঙ্গে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷