মজার শহরে প্রধান আকর্ষণ ‘উল্টো‌ ঘর’, ভিড় জমে পর্যটকদের, ঠিকানা জানেন

0
139

খাস ডেস্ক: ঘর রয়েছে, সেই ঘরে রয়েছে আসবাবপত্র। তা দেখতেই ভিড় জমাচ্ছেন বহু মানুষ। কেন? কি এমন আছে সেই ঘরে! আসল কথা হল এই ঘর এবং আসবাবপত্র সবই উল্টো। ঘরের ছাদ ছুঁয়েছে মাটি এবং মেঝে উপরে আকাশে। এমনই এক ‘মজার শহরের’ খোঁজ রইল আজ।

- Advertisement -

আরও পড়ুন: Hospital Super: কমছে রোগীর সংখ্যা, সুপারের অপসারণের দাবি বিধায়ক ও পুরসভার চেয়ারম্যানের

ডুয়ার্সে বেড়াতে আসলে দেখতে পাবেন এই আশ্চর্য নিদর্শন। উল্টো বাড়ি, চেয়ার-টেবিল এখানে সব উল্টো। জঙ্গল, চা বাগানে ঘেরা জলপাইগুড়ি বানারহাটের আপার কলাবাড়ি এলাকায় ৭২ বিঘা জমিতে তৈরি এই রিসর্টের নাম দেওয়া হয়েছে ‘ডুয়ার্স ফান সিটি’ (Dooars Fun City)। গত বছর আগস্ট মাসে এটি চালু করা হয়। কচিকাচাদের জন্য বানানো হলেও বড়রাও বেশ আগ্রহের সঙ্গে ভিড় জমায়। পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিনই কমপক্ষে ৬০০-৮০০ জন পর্যটক এখানে আসেন। ছুটির দিনে এই সংখ্যাটা হাজার পার করে যায়।

 

আরও পড়ুন: Marital Strife : শিশুপুত্রের গলায় ফাঁস লাগিয়ে ব্যালকনি থেকে ঝাঁপ মায়ের, পরিচারিকার তৎপরতায় বাঁচল একরত্তির প্রাণ

উল্লেখযোগ্য বিষয় হল এখানে পর্যটকদের থাকা-খাওয়ার বন্দোবস্ত রয়েছে। এবারে ডুয়ার্স যাওয়ার প্ল্যান হলে ঘুরে দেখতেই হবে এই ‘ফান‌ সিটি’।