ভারতবর্ষ যেন এক রূপকথা, হাতের নাগালেই রয়েছে ‘মিনি আমাজন’, জানেন কি

0
148

খাস ডেস্ক: ভারত এক বৈচিত্রের দেশ। এখানে ঘোরার জায়গা প্রচুর। ভারতে যে সমস্ত পর্যটন কেন্দ্র রয়েছে তা হার মানাবে বিদেশের ঝা চকচকে ভ্রমণের ঠিকানাগুলিকেও। সমুদ্র, পাহাড়, জঙ্গল কিংবা গ্রামীণ পরিবেশ- সবই রয়েছে এই এক দেশে। তবে জানেন কি এদেশেই রয়েছে ‘মিনি আমাজন’

যারা জঙ্গলে ঘুরতে যেতে পছন্দ করেন তাঁদের জন্য আদর্শ ঠিকানা। তবে অ্যামাজন যাওয়া বেশ খরচসাপেক্ষ। তবে এখন আর চিন্তার কারণ নেই! ভারতের মধ্যেই হাতের নাগালে রয়েছে ‘মিনি আমাজন’

- Advertisement -

আরও পড়ুন: Hathras Case: ২০২০ সালের হাথরাসে গণধর্ষণ করে খুনের মামলায় অভিযুক্ত ৩ জনকে মুক্তি দিল আদালত

ওড়িশা বলতেই আমাদের মাথায় আসে পুরীর সমুদ্র সৈকত, জগন্নাথ দেবের মন্দির। কিন্তু এই রাজ্যেই অবস্থিত আমাদের আজকের গন্তব্য ‘মিনি আমাজন’ যার নাম ভিতরকণিকা। চাঁদিপুর এবং পারাদ্বীপের মাঝে ব্রাহ্মণী এবং বৈতরণী নদীর মধ্যখানের বদ্বীপ দ্বারা গড়ে উঠেছে এই ম্যানগ্রোভ অরণ্য।

এখানকার শান্ত ছিমছাম পরিবেশে আপনার চোখ জুরিয়ে যাবে। রাস্তায় হেঁটে যাওয়ার সময় নানান পাখির কলরব মন ভালো করবে।

আরও পড়ুন: শুক্র গ্রহে-ই নাকি আছে বহুকাঙ্খিত এলিয়েন সভ্যতা, কি বলছে বিজ্ঞান

কীভাবে যাবেন?

ওড়িশার ভদ্রকে পৌঁছে সেখান থেকে যেতে হবে চাঁদবালি। অভয়ারণ্যর খুব কাছেই এই চাঁদবালি।