কলকাতায় আসবেন অখিলেশ, ২৪-এর যুদ্ধের আগে মমতা-অভিষেকের সঙ্গে বৈঠক ঘিরে বাড়ছে উত্তাপ

0
24

কলকাতা: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কলকাতায় আসছেন বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। কলকাতা আসবেন আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন না তা কি হয়। কলকাতায় এসে মমতার সঙ্গে বৈঠক করবেন বলেই জানা গিয়েছে।

সোমবার সমাজবাদী পার্টির একজন সিনিয়র নেতা জানিয়েছেন তাঁদের দলের প্রধান অখিলেশ যাদব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের  সঙ্গে ১৭ মার্চ  তাঁর বাসভবনে দেখা করার কথা রয়েছে। চলতি বছরের শেষে তিন রাজ্যে  বিধানসভা নির্বাচন এবং  ২০২৪ সালের লোকসভা নির্বাচনের নীতি ও কৌশল নিয়ে আলোচনা করার জন্য সমাজবাদী পার্টি  ১৮ মার্চ থেকে কলকাতায়  দুই দিনের জাতীয় কার্যনির্বাহী সভার আয়োজন করবে। এই বৈঠকে যোগ দিতেই কলকাতায় আসবেন সপা প্রধান। সমজবাদী পার্টির সভাপতি কিরণময় নন্দ বলেছেন, “১৭ মার্চ, অখিলেশ যাদব জি তাঁর বাসভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের  সঙ্গে দেখা করবেন। এটি একটি সৌজন্যমূলক সফর, তবে তাঁরা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।”

- Advertisement -

আরও পড়ুন: বরফ গলার সুযোগ নিয়ে জম্মু-কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের প্রবল সম্ভাবনা, সতর্ক করল গোয়েন্দারা

কলকাতা সফরে এসে শুধু মমতার সঙ্গেই নয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ে সঙ্গেও  বৈঠক করতে পারেন। একজন তৃণমূল নেতা বলেছেন, “কেন্দ্রীয় সংস্থাগুলির বিরোধী দলগুলিকে হুমকি দেওয়ার বিষয়টিও বৈঠকে উঠবে।” মমতা এবং অখিলেশের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। এর আগেও বিজেপি বিরোধীতা নিয়ে দুই শীর্ষ নেতা একজোট হয়েছেন। সরব হয়েছেন বহু বার। কলকাতায় এসে সেই জোট কতটা শক্তিশালী হয় সেটাই এখন দেখার অপেক্ষা।