মেয়েকে আড়াল করার চেষ্টা কেষ্টর, দায় চাপালেন কার উপর

সম্প্রতি কেষ্টকন্যা সুকন্যাকে তলব করেছে ইডি

0
61
anubrata mondal

খাসডেস্ক: কেষ্টকন্যা সুকন্যাকে সম্প্রতি তলব করেছে ইডি (ED)। মেয়েকে তলবের পর পর ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (anubrata mondal)। সূত্রের খবর গরু পাচার মামলায় (cow smuggling case) দেহরক্ষী সায়গল হোসেনের উপর সব দায় চাপিয়েছেন অনুব্রত।

আরও পড়ুন :মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে আরও ৪ শিশুর মৃত্যু , হাসপাতাল জুড়ে শুধু বুক ফাটা হাহাকার সদ্য সন্তানহারা মায়েদের

- Advertisement -

জানা গিয়েছে মেয়ের সামনে বাবার কীর্তি ফাঁস করার পরিকল্পনা করেছিল ইডি। এই পরিকল্পনা বাস্তবায়নের আগে নিজের অবস্থান বদল অনুব্রত-র। সূত্রের আরও খবর, অনুব্রত জেরায় দাবি করেছে, তিনি এনামুলকে চেনেন না। কারও থেকে এক পয়সা নেননি। সায়গল কিছু করে থাকলে তা তিনি জানেন না বলেও দাবি করেছেন। মেয়ে সুকন্যাকে আড়াল করতেই অনুব্রত এই মন্তব্য করেছেন বলে মনে করছেন ইডি আধিকারিকরা।

আরও পড়ুন :মাঝ আকাশে অসুস্থ যাত্রী, ‘জরুরি’ অবতরণে দিল্লি বিমান নামল পাকিস্তানে

আরও পড়ুন :বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে Group-C কর্মীরা

প্রসঙ্গত আগামী বুধবারই সুকন্যার দিল্লিতে ইডি (ED) দফতরে হাজিরা দেওয়ার কথা। উল্লেখ্য, দোলেই দিল্লি যাত্রা হয় কেষ্টর। বর্তমানে ইডি হেফাজতে বীরভূমের এই তৃণমূল নেতা। সম্প্রতি দিল্লির বিশেষ সিবিআই আদালতে অনুব্রত মণ্ডলকে (anubrata mondal) আরও ১১ দিনের ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। হেফাজতে থাকাকালীন এনামুল হক, সায়গল হোসেন ও সুকন্যাকে জেরা করে যে তথ্য পেয়েছেন তদন্তকারীরা, তার ভিত্তিতেই অনুব্রতকে জেরা করা হয়েছে। আবার অনুব্রতর কাছ থেকে পাওয়া তথ্য সুকন্যা ও মণীশের থেকে ঝালিয়ে নিতেও চান ইডি (ED) আধিকারিকরা। গরু পাচারের (cow smuggling case) কোটি কোটি টাকা কোথায় গেল সেই তলই পেতে চাইছে ইডি।