বরফ গলার সুযোগ নিয়ে জম্মু-কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের প্রবল সম্ভাবনা, সতর্ক করল গোয়েন্দারা

0
24
Terrorist

শ্রীনগর: শীত শেষ হয়ে এবার গরম পড়ছে। কয়েকদিন পর থেকে জম্মু-কাশ্মীরে পড়তে শুরু করবে বরফ। সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের জন্য সেই সুযোগকে কাজে লাগাতে চায় সন্ত্রাসবাদীরা।এই সতর্কবাণী দিয়েছে গোয়েন্দারা। বসন্ত আসায় বরফ গলতে শুরু করায় পাসগুলি দিয়ে এখন  সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ আরও সহজ হয়ে যাবে।  জম্মু ও কাশ্মীরে তাই লাইন অফ কন্ট্রোলে (LoC) ভারতীয় পোস্টগুলিতে ব্যাটল অ্যাকশন টিম (BAT) -এর হামলা নিয়ে গোয়েন্দারা সতর্কতা  করেছে।

গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে যে লস্কর-ই-তৈবা (LeT) এর চার থেকে পাঁচজন সন্ত্রাসী নিয়ন্ত্রণ রেখা জুড়ে  অবস্থান করছে।  কুপওয়ারার আমরোহির মুস্তাক আহমেদের সঙ্গে কয়েকদিন কাটিয়েছেন তারা ।মুস্তাক আহমেদ ১৯৯৫  সালে পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) চলে গিয়েছিল এবং  লস্কর গোষ্ঠীতে যোগ দিয়েছিল। তিনি এখন স্থানীয় লঞ্চিং কমান্ডার। সন্ত্রাসবাদীরা কামাহ এলাকায় বেশ কয়েকটি পুনরুদ্ধার মিশন শুরু করেছে এবং কাছাকাছি তিনটি ভারতীয় পোস্টে BAT  হামলা চালাতে পারে। গোয়েন্দারা জানিয়েছে যে, আরও তিনজন   লস্কর জঙ্গি আমরুল, তাংধরের একজন গাইড সহ, ডেলায়ার চেকপোস্টের কাছে আমরুই গ্রামের বিপরীতে নালার কাছে রয়েছে। তারা একটি BAT আক্রমণ চালানোর জন্য প্রস্তুত হতে পারে। বিএটি হামলায় জড়িত সন্ত্রাসবাদীডের প্রায়ই  পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডোদের দ্বারা সমর্থন করা হয়। তারা  গ্রেনেড এবং গোলাবারুদ সহ অনুপ্রবেশকারীদের চেয়ে আরও বেশি আক্রমণাত্মক কারণ তাদের মানচিত্র বা খাবার বা ওষুধ বহন করতে হয় না।

- Advertisement -

আরও পড়ুন: Oscars 2023: ভারতের ঝুলিতে জোড়া অস্কার, আনন্দে আপ্লুত হয়ে অভিনন্দন বার্তা PM Modi

 ইতিমধ্যে জম্মু ও কাশ্মীরের অভ্যন্তরে প্রচুর সংখ্যক অনুপ্রবেশকারীর খবর পাওয়া গিয়েছে।  ছয় সন্ত্রাসী যার মধ্যে জইশ-ই-মহম্মদের তিনজন এবং লস্কর-ই-তৈবার  ৩ জন পাক অধিকৃত কাশ্মীরে লুকিয়ে রয়েছে। গোয়েন্দারা জানিয়েছে তারা দুই দলে বিভক্ত হয়ে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে। একটি দল কানারিনালা থেকে সরে গিয়ে গারাঙ্গালিতে পৌঁছানোর জন্য খেতার দিকে অগ্রসর  হতে পারে।  দ্বিতীয় দলটি বাকরগালা পোস্ট থেকে জাবরিওয়ালা থেকে কোটলা ঢোকের দিকে অগ্রসর হতে পারে, চাম্ভর ব্রিজ পেরিয়ে গারাঙ্গালিতে গিয়ে প্রথম দলের সাথে দেখা করতে পারে। গত দশ দিন ধরে লাম  এলাকার বিপরীতে পিওকে-তে   গাইড সহ দুই  লস্কর জঙ্গি  রয়েছে। তারা থান্ডি কাসির ফাঁক দিয়ে অনুপ্রবেশ করতে পারে।