মাঝ আকাশে অসুস্থ যাত্রী, ‘জরুরি’ অবতরণে দিল্লি বিমান নামল পাকিস্তানে

0
35
Delhi-Doha IndiGo flight

খাস ডেস্ক: মাঝ আকাশেই ঘটল বিপত্তি। অসুস্থ হয়ে পড়লেন এক যাত্রী। আর অসুস্থ যাত্রীর জেরেই দিল্লীর ওই বিমান ‘জরুরি’ অবতরণে নামানো হল পাকিস্তানে। যদিও অবতরণের পরে বিমানবন্দরের চিকিৎসকের একটি দল ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে ইন্ডিগোর দিল্লি থেকে দোহাগামী (Delhi-Doha IndiGo flight) বিমানে।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

জানা গিয়েছে, ওই মৃত ব্যক্তি নাইজেরিয়ার বাসিন্দা, তাঁর বয়স আনুমানিক ৬০ বছর। আর ইন্ডিগোর ওই বিমানের নম্বর 6E-1736. দিল্লি থেকে ওই বিমানটি ছাড়লে মাঝ আকাশেই যেতে না যেতেই একজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন। তারপরেই ওই বিমানের মুখ ঘুরিয়ে নামানো হয় পাকিস্তানের করাচিতে।

আরও পড়ুন-কলকাতায় আসবেন অখিলেশ, ২৪-এর যুদ্ধের আগে মমতা-অভিষেকের সঙ্গে বৈঠক ঘিরে বাড়ছে উত্তাপ

এরপরেই ওই অসুস্থ ব্যক্তিকে তড়িঘড়ি করে নামানো হলে তাঁকে বিমানবন্দরের চিকিৎসকের একটি দল মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই ইসলামাবাদের ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথ ওই ব্যক্তির মৃত্যুর শংসাপত্র দিয়েছে। পাশাপাশি বিমানে থাকা বাকি যাত্রীদের জন্য আলাদা করে ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে ইন্ডিগোর তরফে।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor