বড় জয়েও স্বস্তি নেই, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ফ্রান্সের আরেক তারকা

0
41

বিশ্বদীপ ব্যানার্জি: চ্যাম্পিয়নরা শুরু করেছে চ্যাম্পিয়নদের মতই। অস্ট্রেলিয়াকে কিলিয়ান এমবাপ্পেরা হারিয়ে দিয়েছেন ৪-১ গোলে। কিন্তু এই জয়েও স্বস্তিতে থাকতে পারছে না ফরাসি শিবির। বরং চূড়ান্ত অস্বস্তিতে। কারণ ক্যাঙ্গারুর দেশকে বড় ব্যবধানে হারালেও এই ম্যাচেই চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হল ফ্রান্সের আরও এক তারকাকে।

আরও পড়ুন: মহাদেশীয় চ্যাম্পিয়নরা বিশ্বকাপে বেকায়দায়, এ কিসের ইঙ্গিত কাতারে

- Advertisement -

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

হাঁটুতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লুকাস হার্নান্দেজ। অস্ট্রেলিয়ার ম্যাথু লেকি’র সঙ্গে বল দখলের লড়াইয়ে চোট পেয়েছেন তিনি। আঘাত এতটাই গুরুতর যে বেশি কিছুক্ষণ উঠতেই পারেননি। মাটিতে শুয়ে কাতরাতে থাকেন হার্নান্দেজ। তারপর কার্যত খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন ফরাসি ডিফেন্ডার।

বিশ্বকাপের শুরু থেকেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শিবির কার্যত হাসপাতালে পরিণত হয়েছে। এর আগে চোট পেয়েছিলেন দলের অন্যতম স্তম্ভ করিম বেনজেমা। এদিকে হার্নান্দেজের চোটে রীতিমত বেকায়দায় পড়ে গিয়েছে ফ্রান্স দল। কোচ দিদিয়ের দেশঁ এ প্রসঙ্গে বলেন, “আমরা সত্যিকারের গুরুত্বপূর্ণ একজন ফুটবলারকে হারাচ্ছি। লুকাস একজন যোদ্ধা। প্রার্থনা করি, ও যেন দ্রুত আরোগ্য লাভ করে।”