জোর করে ধর্ম পরিবর্তন চলছে, অভিযোগ বিশ্ব হিন্দু পরিষদের

0
39

ভারতপুর: বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে জোর করে ধর্ম পরিবর্তনের অভিযোগ তোলা হল। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভারতপুর জেলায়। সেখানে জনগণকে অন্য ধর্মে পরিবর্তন করা হচ্ছে জোর করে এরকমই অভিযোগ তুলেছে VHP. তবে পুলিশ এই ঘটনাকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে। ভারতপুরের একটি গণবিবাহের ভিডিও সামনে আসতেই এই অভিযোগ সামনে আনা হয়।

আরও পড়ুন সীমানা রক্ষায় কড়া নজর , এয়ারপোর্ট কর্তৃপক্ষের দেওয়া জমিতে BSF-এর গুরুত্বপূর্ণ অফিস

- Advertisement -

৪৫ সেকেণ্ডের এই ভিডিও সামনে আসতেই ভাইরাল হয়ে যায়। এরপরেই অভিযোগ তোলে VHP. হিন্দিতে বেশ কিছু সদ্য বিবাহিত দম্পতিরা শপথ নিয়ে বলছেন, ‘হিন্দু ধর্মের কোনও ভগবানের ওপর আমি বিশ্বাস করি না। আমি বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে কোনওরকমের মন্তব্য করতে চাই না আমি। ব্রাহ্মণদের কাছ থেকে কোনোরকম রীতি মানব না আমি’। VHP এই বিষয় নিয়ে অভিযোগ তোলে।

অন্যদিকে ভারতপুর পুলিশ জানিয়েছে, এই শপথ নেওয়া হয়েছে একটি গণবিবাহের অনুষ্ঠানে। সন্ত রবিদাস সেবা সমিতির অধীনে এই গণবিবাহ সম্পন্ন হচ্ছিল। নববিবাহিত ওই দম্পতিরা নিজের ইচ্ছায় শপথ নিচ্ছিলেন এবং তাঁদের কোনওভাবেই ধর্ম পরিবর্তন করা হয়নি। কুমহার এলাকায় এই গণবিবাহের অনুষ্ঠান সম্পন্ন করা হয়। বিয়ের পরে এই শপথ নেওয়া হয়। এরকমই জানিয়েছেন ভারতপুরের ASP ব্রিজেশ জ্যোতি। তিনি আরও জানান, যখন এটি তাঁদের নজরে আসে তখনই তাঁরা এই বিষয় নিয়ে নববিবাহিত দম্পতিদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেখান থেকেই জানা গিয়েছে তাঁদের কোনোমতেই ধর্ম পরিবর্তনের জন্য জোর দেওয়া হয়নি।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/