ফাইনালের আগেই অবসর ঘোষণা মেসির

0
524

বিশ্বদীপ ব্যানার্জি: সদ্য ক্রোয়েশিয়াকে সেমিফাইনালে হারিয়েছে আর্জেন্টিনা। এখনও দ্বিতীয় সেমিফাইনাল-ই হয়নি। তারপর ফাইনাল।‌ কিন্তু এসবের আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা লিওনেল মেসির। মঙ্গলবার ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে ওঠার পরই ফিফাকে তিনি জানান নিজের সিদ্ধান্ত।‌

আরও পড়ুন: আজ পর্যন্ত কখনও থার্ড প্লেস ম্যাচ খেলতে হয়নি আর্জেন্টিনাকে

- Advertisement -

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

মেসি জানিয়ে দেন, এই শেষবার। এরপর আর কখনওই নীল-সাদা জার্সিতে মাঠে নামবেন না তিনি। তবে এমনটা মনে করার কোনও কারণ নেই যে ফাইনালের আগেই অবসর নিচ্ছেন মেসি। আগামী রবিবার ফাইনাল খেলে তবেই তেকাঠিকে চিরতরে আলবিদা জানাবেন এল এম টেন।‌

মঙ্গলবার সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৩-০ ব্যবধানের দুরন্ত জয় ছিনিয়ে নেয় আলবিসেলেস্তেরা। মেসিও গোল করেছিলেন। ম্যাচের পর তিনি সতীর্থদের এই ঐতিহাসিক জয় পুরোমাত্রায় উপভোগ করার পরামর্শ দেন।‌ কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই এল সেই হৃদয়বিদারক ঘোষণা। মেসি জানিয়েছেন, “এতদূর অবধি পৌঁছতে পারার অনুভূতি দারুণ। বিশ্বকাপ ফাইনাল খেলে নিজের সফর শেষ করতে চাই।”

শুধুই কি খেলে শেষ করবেন মেসি? তিনি একা নন। কার্যত গোটা দুনিয়া চাইছে, রবিবার সুদৃশ্য সোনালি ট্রফিটা তাঁর হাতেই উঠুক। যদি মেসির মত কিংবদন্তি বিশ্বকাপ না পান, তা কোনওমতেই ন্যায্য বিচার হবে না। উল্লেখ্য, শুধু বিশ্বকাপটাই বাকি। এছাড়া আর্জেন্টিনার হয়ে সব প্রাপ্তি তাঁর ঝুলিতে। কোপা আমেরিকা জিতেছেন। নীল-সাদা জার্সিতে বিশ্বকাপের মঞ্চে সবথেকে বেশি ম্যাচ খেলে ফেলেছেন। এমনকি বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবথেকে বেশি গোল-ও (১১) তাঁর। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মঙ্গলবার-ই আরেক কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে টপকে গিয়েছেন তিনি।