হাইকোর্টে বড়সড় ধাক্কা বিশ্বভারতীর, সাসপেন্ড তিন পড়ুয়াকে দ্রুত ক্লাসে ফেরানোর নির্দেশ

0
31
high-court

খাস খবর ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাভঙ্গের অপরাধে তিন পড়ুয়াকে তিন বছরের জন্য বহিষ্কার করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। এবার সেই সিদ্ধান্তের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। অবিলম্বে তিন পড়ুয়াকে ক্লাসে ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ আত্নহত্যায় প্ররোচনা দেওয়ার গুরুতর অভিযোগ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে

- Advertisement -

কলকাতা হাইকোর্টের বিচারপরি রাজশেখর মান্থা জানিয়েছেন, তিন পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত লঘু পাপে গুরু দণ্ডের সমান। তিনি জানান, তাঁরা এমন কোনও অপরাধ করেনি যে তাঁদের এই শাস্তি দিতে হবে। তাই বহিষ্কারের এই সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। উপাচার্য যদি আইনের উর্ধে ভাবেন তাহলে আদালত তাঁকে উচিত শিক্ষা দেবে। তবে পড়ুয়াদেরও বিশ্ববিদ্যালয় থেকে সব ধরণের আন্দোলন প্রত্যাহার করতে হবে। বৃহস্পতিবার থেকেই তাঁরা যেন ক্লাস করতে পারে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ আইকোর চিটফান্ড কাণ্ডে আবারও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল CBI

উল্লেখ্য, ঘটনার সুত্রপাত চলতি বছরের জানুয়ারিতে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি এবং রাজনীতি বিভাগের ছাত্র ফাল্গুনী পান, সোমনাথ সৌ এবং হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীত বিভাগের ছাত্রী রূপা চক্রবর্তীকে সাসপেন্ড করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগ ছিল, উপাচার্যের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন এঁরা। সেই কারনেই সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী সময়ে তাঁদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করেন উপাচার্য। এর প্রতিবাদে কলকাতা হাই কোর্টে পালটা মামলা করেন ছাত্রছাত্রীরা।

বুধবার, কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে সেই মামলার শুনানি ছিল। তিনি এই মামলার অন্তর্বর্তীকালীন নির্দেশে জানান, ওই তিন পড়ুয়াকে অবিলম্বে ক্লাসে ফেরাতে হবে। তবে তার জন্য একটি শর্তও দিয়েছেন তিনি। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় চত্বরে যে ছাত্রদের অবস্থান বিক্ষোভ চলছে, তা প্রত্যাহার করে নিতে। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পঠনপাঠনের পরিবেশ ফেরাতে হবে।