‘উদ্বাস্তুদের স্বাগতম’, লন্ডনজুড়ে ডিজিটাল পোস্টার লাগালেন মেয়র সাদিক খান

0
46

 

খাস খবর ডেস্ক: অগাস্ট মাসেই সশস্ত্র অভ্যুত্থানে আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালিবান। হাজারে হাজারে আফগান নাগরিক দেশ ছেড়ে পালিয়েছেন। রাতারাতি পরিচয় বদলে উদ্বাস্তু হয়েছেন তাঁরা৷ কেউ আশ্রয় পেয়েছেন কাতারের দোহার শরনার্থী শিবিরে৷ কেউ আবার ভারতে এসেছেন৷ এমন পরিস্থিতিতেই উদ্বাস্তুদের স্বাগতম জানাল লন্ডন প্রশাসন। লন্ডন শহরের মেয়র সাদিক খান এই নিয়ে পোস্টও করলেন।

- Advertisement -

কী লিখেছেন লন্ডনের মেয়র?
লন্ডনের মেয়র সাদিক খান লেখেন, প্রত্যেকের অধিকার রয়েছে যুদ্ধ এবং বৈরিতা ছাড়া বেঁচে থাকার। বিশ্বের প্রত্যেক অংশ থেকে আসা মানুষের অবদান আছে এই লন্ডন শহর তৈরি করায়। বাকিদের আশ্রয় দেওয়ার এক গৌরবময় ইতিহাস রয়েছে আমাদের। এটাই আমাদের আদর্শ, উদ্বাস্তুদের স্বাগতম জানাই।’

আরও পড়ুন, নির্যাতনের অভিযোগ করতে পিছপা হচ্ছেন না নারীরা, দেশে শীর্ষে সেই যোগীরাজ্য

এই পদক্ষেপের মাধ্যমেই বহু উন্নত দেশের উল্টোপথে হেঁটেছে লন্ডন৷ যেখানে পশ্চিমি দেশগুলি কোনও শরনার্থীকে আশ্রয় দেয়নি। ভিসা ছাড়া কোনও আফগান নাগরিক আশ্রয় নিতে পারবেন না সেই দেশগুলিতে। রাশিয়া তালিবান সরকারকে মান্যতা দিলেও শরনার্থীদের আশ্রয় দিতে চায়নি৷ সেখানে কিনা লন্ডন শহরে উদ্বাস্তুদের স্বাগতম জানিয়ে লাগানো হল ডিজিটাল বোর্ড৷ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়, সাবওয়েতে জ্বলজ্বল করছে সেগুলি। ইংরেজি ছাড়াও আরবি ভাষায় লেখা রয়েছে তা৷ হ্যাশট্যাগে লেখা রয়েছে, ‘লন্ডন ইজ ওপেন’৷

আরও পড়ুন, হারানো সম্পত্তি ফিরে পেতে কাশ্মীরি পণ্ডিতদের জন্য চালু নতুন পোর্টাল

স্বাভাবিকভাবেই এই ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। তাঁদের মতে, উদ্বাস্তুদের আশ্রয় দিলে লন্ডনের সাম্যাবস্থায় প্রভাব পড়বে৷ অনেকে এই সিদ্ধান্তকে আত্মহত্যার সঙ্গেও তুলনা করেছেন৷ তবে এর বিরুদ্ধ মতও কম নেই। অনেকেই আবার মনে করছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে গোটাবিশ্বকে উদারতার পাঠ পড়ালো লন্ডন।