উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে মুম্বই নিয়ে যাওয়া হল সাধন পান্ডেকে

0
30

কলকাতা: বেশ অনেকদিন ধরেই অসুস্থ হয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সাধন পান্ডে। মাঝে একবার রব উঠেছিল তাঁর নাকি মৃত্যু হয়েছিল। যে খবরে বেজায় চটেছিলেন তৃণমূল বিধায়কের পরিবার। তিনি এখনও অসুস্থ রয়েছেন। সেই কারণে চিকিৎসার জন্য আজ তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে মুম্বাইয়ে।

বিধায়ক সাধন পান্ডেকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতাল থেকে গ্রীন করিডর করে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয়। কলকাতা থেকে আরও ভালো চিকিৎসায় জন্য প্রাক্তন মন্ত্রীকে নিয়ে যাওয়া হবে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। কলকাতা বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে মুম্বাইয়ে।

- Advertisement -

আরও পড়ুন- নির্যাতনের অভিযোগ করতে পিছপা হচ্ছেন না নারীরা, দেশে শীর্ষে সেই যোগীরাজ্য

উল্লেখ্য, গত ১৬ জুলাই ফুসফুসে সংক্রমন নিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিধায়ক। এতদিন সেখানেই চিকিৎসাধীন ছিলেন রাজ্যের প্রাক্তন ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ তাঁকে উন্নত চিকিৎসার জন্য মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে যাচ্ছেন তাঁর স্ত্রী। বিধায়কের অনুগামীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। সকলেই বলছেন খুব দ্রুত মুম্বই থেকে সুস্থ হয়ে কলকাতায় ফিরে আসুক তাঁদের প্রিয় বিধায়ক।

উল্লেখ্য, জুলাই মাসে তৃণমূল বিধায়ক সাধন পান্ডে হাসপাতালে ভর্তি হওয়ার কিছুদিন পরেই রটেছিল তিনি নাকি মারা গিয়েছে। এই ভুয়ো খবর বিভিন্ন ভাবে ছড়িয়ে পড়েছিল। এমনকি বেশ কয়েকটি সংবাদমাধ্যমেও এই কথা জানানো হয়েছিল। সেই ঘটনার তীব্র নিন্দা করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মেয়ে শ্রেয়া পান্ডে। বাবা বেঁচে আছেন এই কথা জানিয়ে ফের একবার শ্রেয়া পান্ডে এই ধরনের গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন সকলের কাছে। একদিন আগেই ফেসবুক পোস্টে তিনি সাংবাদিকদের সঠিক তথ্য জাচাই করে তবেই সংবাদ পরিবেশনের কথা জানিয়েছেন। মিথ্যা খবর চড়ানোয় তাঁর বাবার বহু অনুগামী বেদনাহত হয়েছেন বলেই জানান। এমনকি সকল সংবাদ মাধ্যমকে আরও দায়িত্বশীলভাবে খবর পরিবেশনের অনুরোধ করেছেন।